Thursday, November 20, 2025
Homeনেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু, একাই থাকতেন চারতলা বাড়িতে

নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু, একাই থাকতেন চারতলা বাড়িতে

কলকাতা: দক্ষিণ কলকাতার নেতাজিনগরে (Netajinagar Death) এক বৃদ্ধের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। চারতলার বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস (Asutosh Das)। প্রতিবেশীরা জানিয়েছে, শুক্রবার আশুতোষবাবুকে শেষবার দেখা গিয়েছিল। সোমবার সকালে নেতাজিনগর এলাকার একটি চার তলা বাড়ি থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে তাঁর মৃত্যু হল, এটি খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার নেতাজিনগরে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত দেহ। চার তলা বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস নামের বছর বাহাত্তরের ওই বৃদ্ধ। কর্মসূত্রে তাঁর ছেলে দিল্লিতে আর অস্ট্রেলিয়ায় থাকেন। কয়েক বছর আগে বৃদ্ধের স্ত্রী মারা যান। প্রতিবেশীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। শুক্রবার তাঁকে শেষবার দেখা গিয়েছিল বলে। বাড়ির কাছে দুর্গন্ধ পায় স্থানীয়রা। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে দেখা যায় সিঁড়ির মুখেই আশুতোষের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নেতাজিনগর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: নিউটাউনে BSF জওয়ানের ঝুলন্ত দেহ, উদ্ধার সুইসাইড নোট

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধের ব্যবসা ছিল। বর্তমানে কোনও কাজ না-করলেও তিনি বহু টাকার সম্পত্তির মালিক বলে খবর। বাড়িতেই একা থাকতেন। ছেলের মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ থাকলেও, প্রতিবেশীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বৃদ্ধ সম্পূর্ণ একা থাকায় এবং বিপুল সম্পত্তি থাকায়, সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

অন্য খবর দেখুন

Read More

Latest News