নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা ভোটের হারের মুখ দেখার পর থেকে কার্যত চুপ বিজেপি শিবির। ভোটের ফল প্রকাশের পরই নিরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কংগ্রেসের উদ্দেশে টুইট করলেন নরেন্দ্র মোদি। জনগণের রায়কে স্বাগত জানাল প্রধানমন্ত্রী। কর্ণাটকের (Karnataka) হার যেন তিনি ও তাঁর দল মাথা পেতে নিয়েছেন!
ইটে প্রধানমন্ত্রী লিখলেন, কর্ণাটক নির্বাচনে যাঁরা আমাদের সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করতে চাই। আমরা আগামী দিনে আরও জোরালোভাবে কর্ণাটকের সেবা করব। কংগ্রেসের উদ্দেশে তিনি লেখেন, কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। জনগণের আশা-আকাঙ্খা পূরণে তাদের প্রতি আমার শুভকামনা।
Congratulations to the Congress Party for their victory in the Karnataka Assembly polls. My best wishes to them in fulfilling people’s aspirations.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
অন্যদিকে এই জয়ের পর প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) বলেছেন, কর্ণাটকের জনগণকে অনেক অভিনন্দন। এই জয় প্রমাণ করে দিয়েছে মানিষের নজর ঘোরাতে রাজনীতি এদেশে আর চলবে না। সবাইকে এই জয়ের জন্য অনেক অভিনন্দন। দেশ ভালোবাসাতেই আস্থা রাখে, ঘৃণায় নয়। শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর এমনই মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। এদিন দিল্লির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, কর্নাটকের প্রতিটি কংগ্রেস কর্মীকে অভিনন্দন। এটা ভালোবাসার জয়। কর্নাটকে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ে গরিব মানুষের জয় হয়েছে। কংগ্রেস কর্নাটকের গরিব মানুষের পাশে ছিল। এবার থেকে প্রতি রাজ্যে এই মডেল তৈরি হবে বলেও জানান তিনি।
বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে কর্নাটকের কংগ্রেসের জয়ের পর মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শনিবার কালীঘাটে নিজের বাড়িতে কর্নাটকের বিজেপির পরাজয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ওই রাজ্যের মানুষ অহংকার, ঔদ্ধত্য, দুর্বিষহ ব্যবহার, এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা আসলে নো ভোট টু বিজেপি হয়েছে। তৃণমূলনেত্রী এদিন ফের পরিবর্তনের ডাক দিয়ে বলেন, এটাই সময়ের ডাক। বিজেপি হটাও, দেশ বাঁচাও। এর জন্য বিরোধীদের একজোট হতে হবে। মানুষ বদল চেয়েছে তাই কর্ণাটকে সাফল্য কংগ্রেসের। বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।