Sunday, August 3, 2025
HomeখেলাStadium Bulletin | বিনি থেকে বচ্চন- 'ব'-এর ব্ল্যাক এন্ড হোয়াইট ডে

Stadium Bulletin | বিনি থেকে বচ্চন- ‘ব’-এর ব্ল্যাক এন্ড হোয়াইট ডে

Follow Us :

১। বিশ্বকাপজয়ী ভারতীয় দল আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে থাকলেও নেই রজার বিনি। তিনি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও কপিল দেবদের সঙ্গে একমত নন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। বিনি জানিয়ে দিলেন যে, তিনি ওই বার্তায় সই করেননি।বিনি বলেন, ‘কুস্তিগিরদের আন্দোলন নিয়ে আমি কোনও রকম বার্তা দিইনি। বিশ্বাস করি যে আধিকারিকেরা কাজ করছেন এই সমস্যা সমাধান করার লক্ষ্যে। খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলা উচিত নয়।‘ পাল্টা দিলেন কীর্তি আজাদও। তিনি বলেন, ‘আমরা ইন্দিরা গান্ধির জন্য বিশ্বকাপ জিতিনি, সাক্ষী মালিকও নরেন্দ্র মোদি বা বিজেপির জন্য পদক জেতেননি। তিনি পদক জিতেছেন দেশের জন্য। আমি অবাক হয়ে যাচ্ছি এটা শুনে যে কিছু মানুষ বলছেন এই আন্দোলন রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’।

২। লাহোরে পৌঁছাল আইসিসি প্রতিনিধি দল।পাকিস্তান আদৌ একদিনের বিশ্বকাপ খেলবে কিনা সেবিষয়ে স্পষ্ট জানতে চায় আইসিসি। পিসিবি প্রধান নাজম শেঠির সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রতিনিধিরা।

৩। আবারও প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবারে ধারাভাষ্যকার হিসেবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হিন্দি ধারাভাষ্য দিতে দেখা যাবে মহারাজকে।হিন্দি ধারাভাষ্যের দলে রয়েছেন- দীপ দাশগুপ্ত, এস শ্রীসন্থ এবং হরভজন সিং।

৪। আজ ওয়াসিম আক্রমের জন্মদিন। স্টেডিয়াম বুলেটিনে উঠে আসল নানান অজানা গল্প। প্রসঙ্গক্রমে উঠে আসল অমিতাভ বচ্চনের নামও। এইসব নিয়ে জমজমাট আজকের ‘স্টেডিয়াম বুলেটিন’। দেখুন ভিডিয়ো-

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39