নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল ‘গাইডলাইনস ফর আপলিঙ্কিং অ্যান্ড ডাউনলিঙ্কিং অফ টেলিভিশন চ্যানেলস ইন ইন্ডিয়া, ২০২২’ (Guidelines for Uplinking and Downlinking of Television Channels in India, 2022)। এই নির্দেশিকায় প্রচারমাধ্যমের স্বাধীনতার দমবন্ধ করার চেষ্টা করা হয়েছে। তার প্রথম ও প্রকৃষ্ট উদাহরণটি হচ্ছে, জাতীয় ও জনস্বার্থমূলক অনুষ্ঠান প্রচার বাধ্যতামূলক করছে কেন্দ্র। ৯ নভেম্বর থেকেই নির্দেশিকা কার্যকর করা হলেও তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information & Broadcasting) চ্যানেলগুলিকে এ সম্পর্কিত ভাবনাচিন্তা ও বিষয় নির্বাচনের জন্য সময় দিয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী জাতীয় স্বার্থবাহী কিংবা জন পরিষেবামূলক প্রচার চালাতে হবে চ্যানেলগুলিকে। প্রতিদিন অন্তত আধঘণ্টা বা ৩০ মিনিট দেশপ্রচারের বিধি রাখা হয়েছে নির্দেশিকায়। এর জন্য ৮টি থিম নির্বাচন করে দিয়েছে মন্ত্রক। সরকারের বক্তব্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপের কারণ হল, চ্যানেলগুলি যে তরঙ্গে সম্প্রচার করে, তা সরকারি সম্পত্তি। ফলে সমাজের স্বার্থে সরকার তাকে ব্যবহার করতেই পারে।
নির্দেশিকায় বিষয় নির্বাচন করে দিয়ে বলা হয়েছে, এগুলির উপর প্রোগ্রাম তৈরি করে দিনের মধ্যে অন্তত ৩০ মিনিট তা চালাতে হবে। যেমন,
১। শিক্ষা ও সাক্ষরতা প্রসার
২। কৃষি এবং গ্রামোন্নয়ন
৩। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ
৪। বিজ্ঞান-প্রযুক্তি
৫। নারী কল্যাণ
৬। সমাজের দুর্বল শ্রেণি মানুষের কল্যাণমূলক অনুষ্ঠান
৭। পরিবেশ রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা বিষয়ক
৮। জাতীয় সংহতি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, ব্রডকাস্টার এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কথা বলে আমরা খুব শীঘ্রই টাইম স্লট এবং কবে থেকে সম্প্রচার করতে হবে, তা জানিয়ে দেব। শুধু তাই নয়, এটা চালু হলে সব চ্যানেলগুলির উপর মন্ত্রক নজর রাখবে। যারা এই নির্দেশিকা মানবে না, বা অমান্য করবে, তাদের কাছে কৈফিয়ত তলব করা হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, ওয়াইল্ড লাইফ, বিদেশি ও স্পোর্টসের মতো কিছু চ্যানেলের ক্ষেত্রে এই বিধির ছাড় থাকছে। কারণ, এই ধরনের সম্প্রচারের আওতার বাইরে তারা। কোন ধরনের চ্যানেল বাদ থাকবে, তা শীঘ্রই ঘোষণা করবে কেন্দ্র। নির্দেশিকায় আরও রয়েছে, আপলিঙ্কিং ও ডাউনলিঙ্কিংয়ের অনুমোদন আবেদন এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) ছাড়পত্র দিলে তবেই মিলবে। দরকার হলে অন্যান্য কর্তৃপক্ষেরও অনুমোদন সাপেক্ষে সম্প্রচারের অনুমতি মিলবে।