Friday, October 24, 2025
Homeজিএসটি রেজিস্ট্রেশনেও দুর্নীতি? ঘুষ দেব, প্রতিক্রিয়ায় জবাব নির্মলার

জিএসটি রেজিস্ট্রেশনেও দুর্নীতি? ঘুষ দেব, প্রতিক্রিয়ায় জবাব নির্মলার

ওয়েব ডেস্ক: একটি অপরাধ করতে যাচ্ছি। তাতে আগামীকাল আমি জিএসটি রেজিস্ট্রেশন (GST Registrations) পাব।  রেজিস্ট্রেশন পেতে ঘুষ দেব। ২০ দিন আগে আবেদন করেছি। পাচ্ছি না। ওই ফার্মে আমার মেয়ে ও স্ত্রী অংশীদার। বাধা আসতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে গিয়েছে এক আবেদনকারীর ওই পোস্ট। অনেকেই কমেন্ট করেছেন, জিএসটি রেজিস্ট্রেশনেও দুর্নীতি? তাতে জবাব দিলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ওই পোস্টের প্রতিক্রিয়ায় জিএসটির সংশ্লিষ্ট সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসকে ট্যাগ করে মন্ত্রী লেখেন, মানুষের বিশ্বাস অর্জনের জন্য সৎ এবং স্বচ্ছতা জরুরি। এই ঘটনায় ওয়াকিবহাল মহলের অনেকে বলছেন, কর ব্যবস্থার সরলীকরণের কথা বলে ২০১৭ সালে জিএসটি চালু হল। কিন্তু বিড়ম্বনা যাচ্ছে না। ঠিক যেভাবে যোজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ হল। সেখানেও রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের অভিযোগ বেড়েই চলেছে।

কী ঘটেছিল? বিনোদ গুপ্ত নামে এক ব্যক্তি লিঙ্কডইনে পোস্ট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন তাঁর ফার্মের জন্য জিএসটির রেজিস্ট্রেশন পেতে তিনি একটি ক্রাইম করবেন। ওই পোস্টের জবাবে নির্মলা সীতারামন লিখেছেন, ট্যাক্স দাতাদের পরিষেবা দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু সেটা করবার জন্য আমাদের সৎ ও স্বচ্ছ হতে হবে। এভাবেই আমরা তাঁদের বিশ্বাসযোগ্যতা অর্জন করি। আমি বিশ্বাস করি জিএসটি বোর্ড ও আধিকারিকরা মানুষের ইস্যুতে আরও যত্নশীল ও দ্রুত জবাব দেবেন।

আরও পড়ুন: বাজারে ৫০০ টাকার জাল নোটের রমরমা! ভয়ঙ্কর তথ্য প্রকাশ RBI-র

বিনোদ গুপ্তর পোস্ট শেয়ার করেছিলেন অভিষেক রাজা রাম নামে এক ব্যক্তি। সিবিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনোদ গুপ্ত গত ২৬ মে আবেদন করেছিলেন। তা দিল্লির জিএসটির আওতাধীন। কেন্দ্রীয় জিএসটি কর্তৃপক্ষের অধীনে নন। প্রক্রিয়া শুরু হয়ে যায়। ভাড়ার চুক্তিতে একটি পদের উল্লেখ ছিল না। এটা আবেদনকারীকে জানানো হয়েছিল। তাতে কোনও জবাব মেলেনি। একইসঙ্গে সিবিআইসির পক্ষ থেকে যে এই পোস্ট শেয়ার করেছিলেন তাঁর উদ্দেশ্যে বলা হয়েছে, সঠিক না জেনে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়াবেন না।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News