সময়টা ভালো যাচ্ছে না অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)। ভারতীয় দলে সুযোগও পাচ্ছেন না। আর এবারে বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি থেকেও সরে যেতে পারেন রাহানে। শুধু রাহানে নন, ইশান্ত শর্মাও রয়েছেন এই তালিকায়।পদোন্নতি হতে পারে সূর্যকুমার যাদব, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ারও।
সূত্রের খবর, ঋদ্ধিমান সাহাও সরে যেতে পারেন কেন্দ্রীয় চুক্তি থেকে।এইমুহূর্তে ভারতীয় টেস্ট দল থেকেও ব্রাত্য ঋদ্ধি।
সম্প্রতি দ্রুততম দ্বিশতরান করে রেকর্ড গড়েছেন ঈশান কিষাণ। সম্ভবত বিসিসিআই-এর চুক্তিতে অন্তর্ভুক্তি হতে চলেছে তাঁর।
প্রসঙ্গত, ১২৬ বলে দ্বিশতরানের মাইলফলক স্পর্শ করেন ঈশান কিষাণ।মারেন ২৪টি বাউন্ডারি এবং ১০টি ওভারবাউন্ডারি।স্ট্রাইক রেট ১৬০.৩১। একইসঙ্গে ভাঙলেন ক্রিস গেইলের রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে ১৩৮ বলে দ্বিশতরান পূর্ণ করেছিলেন ‘দ্য ইউনিভার্সাল বস’। ১৩১ বলে ২১০ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন ঈশান।
ঈশান কিষাণ শতরান পূর্ণ করেন ৮৫ বলে। এরপর থেকে চালিয়ে খেলতে শুরু করেন।১২৬ বলে দ্বিশতরান করে রেকর্ড গড়েন। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
ঈশান কিষাণের এই পারফরম্যান্সের ভুয়সী প্রশংসা করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং নির্বাচক প্রণব রায়। তিনি বলেন, ‘দারুণ ব্যাটিং করেছেন। খুব সাহসী ব্যাটার ঈশান। রোহিত শর্মা দলে না থাকায় যে সুযোগটা পেয়েছে, তার পূর্ণ সদ্বব্যবহার করেছে।আগামী টুর্নামেন্টগুলির জন্য দলে রাখা উচিত ঈশানকে।’