শুক্রবার নোবেল শান্তি পুরস্কারপ্রাপকদের নাম ঘোষিত হল। এবছর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন বেলারুশের জেলবন্দি মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি। বিলিয়াতস্কি ছাড়া নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে রাশিয়ার মানবাধিকার সংস্থা ‘মেমোরিয়াল’ এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’কে।
২০২২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিলিয়াতস্কি, ‘মেমোরিয়াল’ এবং ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’ ক্ষমতার অপব্যবহারের সমালোচনা করার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার রক্ষায় লাগাতারভাবে লড়াই করছে। কাজ করছে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ নিয়েও। উল্লেখযোগ্য এই অবদানের জন্যে যৌথভাবে ওদের ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হচ্ছে।
১৯৮০-এর দশকে বেলারুশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যে লড়াইয়ের সূত্রপাত হয়েছিল তাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী আলেস বিলিয়াতস্কি। অন্যদিকে, রাশিয়ার মানবাধিকার সংস্থা ‘মেমোরিয়াল’ দেশের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে তথ্য সঙ্কলিত করেছে। এছাড়া ‘সেন্টার ফর সিভিল লিবার্টিজ’ নাগরিক সমাজকে শক্তিশালী করতে গণতন্ত্র ও শান্তির পক্ষে কাজ করে চলেছে।
এবছর নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রাপকদের তালিকায় নাম ছিল অল্ট নিউজের প্রতিষ্ঠাতা ভারতীয় নাগরিক প্রতীক সিনহা এবং মহম্মদ জুবেইরের। তবে ব্যাপক জল্পনা সত্ত্বেও শেষপর্যন্ত শিকে ছেঁড়েনি প্রতীক সিনহা এবং মহম্মদ জুবেইরের।