Sunday, October 5, 2025
spot_img
Homeস্বচ্ছ কালো পোশাকে স্পষ্ট নোরার বক্ষ বিভাজিকা!

স্বচ্ছ কালো পোশাকে স্পষ্ট নোরার বক্ষ বিভাজিকা!

কলকাতা: স্বচ্ছ কালো পোশাকের চোখ ধাঁধানো নোরার সাজ। সঙ্গে অভিনেত্রীর কিলার এক্সপ্রেশন। রূপ ও যৌবনের মেলবন্ধনকে পুরুষ অনুরাগীদের হৃদয়ে ঝড় তুললেন নোরা ফতেহি (Nora Fatehi)। নোরার নাচ থেকে শরীরী বিভঙ্গী বরাবর ঝড় তুলেছে নেটিজেনদের মনে। তাঁর রূপের জাদু, চাবুক ফিগার স্যোশাল মিডিয়ায় উষ্ণতা ছড়ায়। তিনি যা পড়েন তাই যেন ট্রেন্ড হয়ে যায়। এথনিক পোশাক থেকে ওয়েস্টার্ন পোশাক সবেতেই নোরা অপরূপা।

এবার ট্রান্সপ্যারেন্ট ব্ল্যাক বোল্ড আউটফিট ধরা দিলেন নোরা। স্বচ্ছ কালো পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা!নোরার কালো বোল্ড লুকে ছ্যাঁকা খাচ্ছেন পুরুষরা। মানানসই মেকআপ, হেয়ারস্টাইল আর এক্সপ্রেশনে লাইমলাইট কেড়ে নিলেন নোরা। ক্যাপশনে নোরা লিখেছেন, ‘এই রাতের একটা ভাইব ছিল’।একইসঙ্গে জানিয়ীছেন, বিশেষ সম্মান পাওয়ার কথাও। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট যে প্রশংসিত হয়েছে তাও জানিয়েছেন এই পোস্টে।

আরও পড়ুন: সৌরসেনীর সিলভার বোল্ড লুকে ছ্যাঁকা খাচ্ছেন নেটপাড়া

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

অন্য খবর দেখুন

Read More

Latest News