Sunday, August 3, 2025
HomeদেশNupur Sharma: নূপুরকে পলাতক ঘোষণার আবেদন নিয়ে আদালতে যেতে পারে মুম্বই পুলিস

Nupur Sharma: নূপুরকে পলাতক ঘোষণার আবেদন নিয়ে আদালতে যেতে পারে মুম্বই পুলিস

Follow Us :

নয়াদিল্লি: বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নূপুর শর্মার এখনও কোনও খোঁজ পায়নি মুম্বই পুলিস৷ তাঁর কোনও সন্ধান না পাওয়া গেলে শেষপর্যন্ত নূপুরকে পলাতক ঘোষণা করার রাস্তায় হাঁটতে পারে পুলিস৷ সেক্ষেত্রে আদালতের কাছে মুম্বই পুলিস এই আবেদন জানাবে৷ আদালতকে মুম্বই পুলিস জানাবে, তলব করা সত্ত্বেও নূপুর শর্মা জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা দেননি৷ তাই তাঁকে পলাতক ঘোষণা করা হোক৷

কিন্তু প্রশ্ন উঠছে নূপুর শর্মা কোথায়? চারদিন ধরে তিনি নিখোঁজ৷ তাঁর সন্ধানে হন্যে মুম্বই পুলিসের একটি টিম৷ গত মে মাসে একটি টেলিভিশন চ্যানেলে পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার করা বিতর্কিত মন্তব্যে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের থানাগুলিতে দায়ের হয় অভিযোগ৷ গত ২৮ মে দিল্লিবাসী নূপুরের বিরুদ্ধে মুম্বই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন রাজা অ্যাকাডেমির ইরফান শেখ৷

এরপর নূপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বই পুলিস৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ তারপরই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বই পুলিস৷ সূত্রের খবর, নূপুরকে গ্রেফতার করতে দিল্লি গিয়েছে মুম্বই পুলিসের একটি টিম৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, বিজেপি নেত্রীকে গ্রেফতার করার মতো যথেষ্ট প্রমাণ পুলিসের আছে৷ কিন্তু পুলিস জানিয়েছে, নূপুরের হাতে নোটিস ধরাতে সশরীরে তারা দিল্লি হাজির হয়েছে৷

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নূপুর জানিয়েছিলেন, তিনি খুনের হুমকি পাচ্ছেন৷ সরকারের তরফে তাঁকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়৷ তাহলে কি নিরাপত্তাজনিত কারণেই ঠিকানা বদলেছেন নূপুর? নাকি গ্রেফতারি এড়াতে গা ঢাকা দিয়েছেন? স্পষ্ট নয় পুলিসের কাছে৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39