ওয়াশিংটন: বিশ্ব উষ্ণায়নের (Global Warming) ফলে কী ঘটতে পারে বরফের দেশ গ্রিনল্যান্ডে? ফুলে ফলে ভরে উঠতে পারে সেখানকার সবুজহীন এলাকা? বিশ্ব উষ্ণায়ন এই বিশ্বের (World) অন্যতম বড় বিপদ তাই উদ্বিগ্ন সব দেশ। তারই মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণায় চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এল। যা বিখ্যাত নেচার (Nature) পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর আগে এখনকার মতো বরফের আস্তরণে ঢাকা ছিল না উত্তর গ্রিনল্যান্ড (Greenland)। বিশ্ব উষ্ণায়নের ফলে সেখানে যে তাপমাত্রা হতে চলেছে তখন সেরকমই তাপমাত্রা ছিল। তাতে গাছগাছালিতে ভরা ছিল ওই এলাকা। প্রাণী জগতের অবাধ বিচরণ ছিল। বরফের তলায় থাকা অন্তত ২০ লক্ষ বছর আগের বিভিন্ন প্রাণী, উদ্ভিদের পারমাফ্রস্টের ডিএনএ পরীক্ষা করে সেখানকার হারানো জগতের খোঁজ পাচ্ছেন বিজ্ঞানীরা। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে বৃহস্পতিবার এই খবর জানা গিয়েছে।
বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে পাওয়া এই তথ্যকে ‘ব্লুপ্রিন্ট অফ লাইফ’ বলা হয়েছে। তাতে জানা গিয়েছে, সেখানে ম্যাস্টডন নামে এক ধরনের প্রাণী (Animal) ছিল। যা মূলত উত্তর ও মধ্য আমেরিকাতে দেখা যেত। এর আগে ম্যাস্টডনকে (Mastadons) গ্রিনল্যান্ডে দেখা যায়নি। ল্যান্ডবেক ফাউন্ডেশন জিওজেনেটিক্স সেন্টারের ডিরেক্টর এসকে উইলার স্লেভ (Willer Slave) বলেন, সেখানে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে, শীতল এলাকার ও ঊষ্ণ এলাকার প্রাণীর সংমিশ্রণ ছিল। তিনি বলেন, এত বছর আগে গ্রিনল্যান্ডের এই ধরনের বৈচিত্রের কথা এর আগে প্রকাশিত হয়নি। ওই গবেষণায় দেখা গিয়েছে, বরফের তলায় থাকা পারমাফ্রস্ট (Permafrost) অনেক বেশি বছর জীবন্ত (Live) থাকতে পারে। সেখানে অন্তত ৪০ লক্ষ বছর আগের ডিএনএ পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: Election Results: বৃহস্পতিবার হিমাচল প্রদেশ, গুজরাত ভোটের ফল প্রকাশ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা
এখন গ্রিনল্যান্ডে বেশিরভাগ অংশই পুরু বরফের চাদরে ঢাকা। কিন্তু, ২০ লক্ষ বছর আগে এখানকার তাপমাত্রা ছিল ১১ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের লেখক কুর্ট জার (Kurt Jaer) এই তথ্য জানিয়েছেন।