Sunday, August 17, 2025
HomeদেশPetrol-Diesel: বাজারে জিনিসপত্রের আগুন-দাম, চাপের মুখে পেট্রল-ডিজেলের দাম কমালো কেন্দ্র

Petrol-Diesel: বাজারে জিনিসপত্রের আগুন-দাম, চাপের মুখে পেট্রল-ডিজেলের দাম কমালো কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি: লাগামছাড়া মূল্যবৃদ্ধির বাজারে শেষ পর্যন্ত পেট্রল-ডিজেলের দাম কমালো কেন্দ্র৷ শনিবার মধ্যরাত থেকে নতুন দামে পেট্রল-ডিজেল পাওয়া যাবে৷ পেট্রলের দাম লিটার প্রতি ৯ টাকা ৫০ পয়সা কমছে৷ ডিজেলের দাম কমছে লিটারে ৭ টাকা৷ জ্বালানি তেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমানোর কারণেই দাম কমল পেট্রল-ডিজেলের৷ ধারাবাহিক টুইটে দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি লেখেন, ‘গরিব ও মধ্যবিত্তদের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে৷ ফরস্বরূপ আগের সরকারের তুলনায় আমাদের জমানায় মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে আছে৷’

কলকাতায় লিটারপিছু পেট্রলের দাম ১১৫ টাকা ১২ পয়সা৷ ডিজেলের দাম ৯৯ টাকা ৮৩ পয়সা৷ দেশের মধ্যে মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি৷ টুইটে তিনি রাজ্যগুলির কাছে শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন৷ একই আবেদন কিছুদিন আগে কোভিড বৈঠকে অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের কাছে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছিলেন, তাঁরা যেন পেট্রল-ডিজেলের উপর ভ্যাট কমিয়ে মানুষকে স্বস্তি দেন৷ পরে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কেন্দ্রের কাছে জ্বালানির উপর এক্সাইজ ডিউটি কমানোর দাবি করেন৷ অবশেষে সেই এক্সাইজ ডিউটি কমালো কেন্দ্র৷ এদিন টুইটে নির্মলা সীতারমন জানান, পেট্রলের উপর ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা লিটারপিছু এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এর ফলে রাজস্ব খাতে কেন্দ্রের প্রতি বছর ১ লক্ষ কোটি টাকা আয় কম হবে৷

প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনাতে সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ টুইটে তা জানান অর্থমন্ত্রী৷ এই প্রকল্পে ৯ কোটি উপভোক্তা রয়েছে৷ নির্মলা জানান, বছরে ১২টি সিলিন্ডারে ওই ভর্তুকি পাবেন মহিলারা৷  এর জন্য বছরে ৬১০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের৷

কেন্দ্রের দাম কমানোর সিদ্ধান্তকে ‘জুমলা’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস৷ দলের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা টুইটে লেখেন, দু’মাস আছে ২১ মার্চ পেট্রলের দাম ছিল লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা৷ ২১ মে তা বেড়ে হয় ১০৫ টাকা ৪১ পয়সা৷ ১০ টাকা বাড়িয়ে দু’মাস পর সাড়ে ৯ টাকা দাম কমানো হল৷ আরেকটি টুইটে লেখেন, ২০১৪ সালে লিটার পিছু ডিজেলে এক্সাইজ ডিউটি ছিল ৩ টাকা ৩৬ পয়সা৷ ২০২২ সালের ২১ মে তা বেড়ে হয় ২১ টাকা ৮০ পয়সা৷ অর্থাৎ লিটার পিছু ডিজেলে ১৮ টাকা বাড়িয়ে ৬ টাকা কমানো হল৷ এভাবে মানুষকে বোকা বানাবেন না৷

জ্বালানির দাম কমানোর ঘোষণার পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লেখেন, মানুষই তাদের কাছে সবসময় সবার আগে৷ পেট্রল-ডিজেলের দাম কমার ইতিবাচক প্রভাব সর্বক্ষেত্রে পড়বে৷ নাগরিকদের স্বস্তি দিয়ে তাদের জীবনকে সহজ করে তুলবে৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23