টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ। অবিলম্বে রাস্তা খালি করার হুঁশিয়ারি দিল পুলিশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে পুলিশ মাইকে প্রচার শুরু করে, রাস্তা খালি না করলে আইনানুগ ব্যবস্থা নিতে তারা বাধ্য হবে। আন্দোলনকারীরা অবশ্য অনশন অবস্থান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড়। তাঁরা জানিয়ে দিয়েছেন, প্রাণ থাকতে নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁরা রাস্তা ছেড়ে উঠবেন না। একাধিক আন্দোলনকারীকে বলতে শোনা যায়, পুলিশ দরকার হলে আমাদের মৃতদেহ নিয়ে যাবে। কিন্তু আমরা অনশন প্রত্যাহার করব না। যত দূর যেতে হয়, যাব। পুলিশের হুমকির পর আন্দোলনকারীদের স্লোগান আরও বেড়ে যায়। গোটা চত্বর ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: Liz Truss Resigns: মাত্র ৪৫ দিনের প্রধানমন্ত্রী! ইস্তফা দিলেন লিজ ট্রাস
গত চারদিন ধরে ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন। রাতেও তাঁরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ গত ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নতুন করে ১১ হাজার নিয়োগ হবে প্রাথমিকে। তার জন্য টেট পরীক্ষা হবে ২২ ডিসেম্বর। ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরাও পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু আন্দোলনরত টেট নট ইনক্লুডেড প্রার্থীদের দাবি, তাঁরা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছেন। আবার কেন তাঁদের পরীক্ষায় বসতে হবে।
পুলিশ জানিয়েছে, তারা আপাতত এক ঘণ্টা এভাবে ঘোষণা করে যাবে। তারপর আন্দোলনকারীদের বোঝানো হবে। শেষে সরে না গেলে বলপ্রয়োগ করা হবে বলে পুলিশের একটি সূত্রের খবর। চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রীকে ঘটনাস্থলে আসতে হবে। এক আন্দোলকারী বলেন, আদালতের নির্দেশের কপি আগে হাতে পাই। তারপর আমরা সিদ্ধান্ত জানাব। অপর এক চাকরিপ্রার্থী বলেন, আমাদের সরে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।