বসিরহাট: রাইস ব্র্যান অয়েল তৈরির কারখানা থেকে দূষণ (pollution) ছড়াচ্ছে৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ৷ গ্রামবাসীদের (villagers) জীবনও দূষণের জেরে অসহনীয় হয়ে উঠেছে৷ ঘটনাটি বসিরহাট একনম্বর ব্লকের (block) সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পুবেরপাড়ায় অবস্থিত একটি রাইস ব্র্যান অয়েল কারখানার৷
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, তেল উৎপাদনের ওই কারখানার (factory) চিমনি থেকে নির্গত ধোঁয়ায় এলাকায় দূষণ (pollution) ছড়াচ্ছে৷ এছাড়াও কারখানা থেকে পোড়া ছাই বাতাসে উড়ে এলাকায় দূষণ ছড়াচ্ছে। কারখানা থেকে নির্গত ধোঁয়া ও ছাইয়ে বাড়ছে চোখের সংক্রমণ৷ আর রাসায়নিকের জলে বাড়ছে চর্মরোগ৷
আরও পড়ুন: Winter Session of Parliament 2022: সংসদে তোপের মুখে সরকার, ওয়াকআউট, বিরোধীদের যৌথ বিবৃতিতে নিন্দা
স্থানীয় গ্রামবাসীদের (villagers) আরও অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও ছাই উড়ে শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া চোখে ঢুকে সংক্রমণ ছড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই দূষণের (pollution) ফলে বাস্তুভিটে ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া পরিবেশ দূষণের মাত্রা বাড়ায় কৃষিপ্রধান ওই অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন সবজি ও ধানের ফলন কমে গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এছাড়া ফ্যাক্টরির (factory) থেকে একটি নিকাশি পাইপের মাধ্যমে উৎপাদিত বর্জ্য ইছামতী নদীর সঙ্গে সংযোগকারী শরৎ খালে ফেলা হচ্ছে। এর জেরে খালের জলে দূষণের মাত্রা বাড়ছে। রাসায়নিক বর্জ্য খালের জলে পড়ার ফলে মাছ মরছে৷ এর জেরে যাঁরা মাছ ধরে জীবিকানির্বাহ করেন সংকটে পড়েছেন সেই মৎস্যজীবীরাও। পাশাপাশি, এই খালের স্নান করার ফলে অনেকের চর্মরোগও দেখা দিয়েছে। এব্যাপারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাবি, এই দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তুতন্ত্র (ecosystem)।
গ্রামবাসীরা প্রশাসনকে একাধিকবার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। অবিলম্বে এই কারখানা বন্ধের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা৷
এদিকে সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সরকার বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না। গ্রামবাসীরা কোনও অভিযোগ জানাননি। অন্যদিকে, কারখানা (factory) কর্তৃপক্ষের বক্তব্য, সব ধরনের অনুমতি নিয়েই তাঁরা কারখানা চালাচ্ছেন৷