গুরুগ্রাম: বহুতলের ছাদ ভেঙে বড়সড় বিপত্তি (Roof Collapses in Gurugram)৷ আহত বহু৷ ভাঙা অংশের নীচে চাপা পড়ে অনেকে৷ বৃহস্পতিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ১০৯ নম্বর সেক্টরে৷ খবর অনুযায়ী, ওই সেক্টরে চিন্টেল প্যারাডিসো হাউজিং কমপ্লেক্সের সাত তলা থেকে এক তলা পর্যন্ত ছাদের দিকের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ অসমর্থিত সূত্রে, ২ জনের মৃত্যুর খবর মিলেছে৷ যদিও সরকারি ভাবে মৃতের কথা ঘোষণা করা হয়নি৷ তবে অনেকে যে নীচে চাপা পড়ে আছেন তা জানিয়েছে দমকল৷ উদ্ধারকার্য শুরু হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস৷
এই ঘটনায় বহুতলের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ইতিমধ্যে ঘটনার নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা গিয়েছে, বহুতলের সামনে পুলিস এবং সাধারণ মানুষের ভিড়৷ আছেন উচ্চপদস্থ পুলিসের কর্তারা৷ যে বহুতলটির একাংশ ভেঙেছে সেটি যে অনেক পুরনো তা নয়৷ দ্বারকা এক্সপ্রেসওয়ের কাছে তিন-চার বছর আগে ২১ তলের আবাসনটি তৈরি হয়৷ দমকল জানিয়েছে, এদিনের দুর্ঘটনায় অন্তত ৫০ জন নীচে চাপা পড়েন৷ তার বেশিও লোক হতে পারে৷ যুদ্ধকালীন তৎপরতায় সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে৷
#Gurugram Roof Collapse
According to administration,
Portion of roof of 6th floor fell and fell till Ist floor. https://t.co/q6Y6dSJxwN pic.twitter.com/hXnltY0evY— Kirandeep (@raydeep) February 10, 2022
कम से कम 50 लोग दबे है , चश्मदीद #ChintelsParadiso सोसाइटी सेक्टर 109 गुरुग्राम में सातवी मंजिल से पहली मंजिल तक फ्लैटों की छत गिरी। कई परिवारों के अंदर दबे होने की आशंका, प्रशासन राहत और बचाव कार्य में जुटा। #Gurugram pic.twitter.com/Geihy3P0dc
— #Slavery in Journo—Politics are wrong कानपुर वाला (@AshishCawnpore) February 10, 2022
উদ্ধারকাজে গতি আনতে সেখানে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরেও হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে৷ এডিএফও গুলশন কালরা টুইটে জানিয়েছেন, বহুতলের ছ’তলা থেকে স্ল্যাব ভেঙে পড়ে একতলায়৷ সেই সময় কিছু কাজ চলছিল৷ এই ঘটনায় একজন মারা গিয়েছে৷ ৪-৫ জন নীচে চাপা পড়ে আছে৷
Slab from the sixth floor of a multistorey building collapsed and fell through to the first floor during repair work at Chintels Paradiso, Sector 109, Gurugram on Thursday. One dead, four-five feared trapped: Gulshan Kalra, ADFO. Pic via Spl Arrangement @berwaltweets pic.twitter.com/ZeRhhIGOem
— Nistula Hebbar (@nistula) February 10, 2022
আরও পড়ুন: Vote for BJP: ‘ক্ষমা চেয়েছেন মোদি’, বিজেপিকে ভোট দেওয়ার আবেদন সংযুক্ত কিষান মোর্চার