Sunday, July 27, 2025
Homeদেশpregnant woman tortured in karnataka:টাকা শোধ না দেওয়ায় কর্ণাটকে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর

pregnant woman tortured in karnataka:টাকা শোধ না দেওয়ায় কর্ণাটকে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর

Follow Us :

বেঙ্গালুরু: টাকা ধার নিয়ে শোধ করতে পারেননি। সেজন্য ১৫ দিন ধরে ১৬ জন দলিতকে আটকে রেখে অত্যাচার করা হয়েছে। কর্ণাটকে এক বিজেপি সমর্থক কফি বাগিচা মালিকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। শুধু তাই নয়, যার জেরে দুমাসের এক অন্তঃসত্ত্বা মহিলা তার গর্ভস্থ বাচ্চাকে খুইয়েছেন। পুলিশ গিয়ে আটকদের উদ্ধার করে। জেলা হাসপাতালে ওই মহিলার শুশ্রুষা চলছে। পরে সেই মহিলা বলেন, ‘আমি এক দিনের জন্য বাড়িতে গৃহবন্দি ছিলাম। আমাকে মারা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমার ফোন নিয়ে নেওয়া হয়।‘  চিকমাগালাড়ু জেলায় জেনুগাড্ডে গ্রামে ওই ঘটনা ঘটে।

 ওই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপি ওই ঘটনা থেকে সরিয়ে নিয়েছে নিজেদেরকে। বালেহনপুর থানার পুলিস ওই অভিযুক্ত মালিক জগদীশা গৌড়া ও তার ছেলে তিলক গৌড়াকে খুঁজছে। বিজেপির জেলা মুখপাত্র বরাসিদ্ধি বেণুগোপাল বলেন, জগদীশা গৌড়ার পার্টির সঙ্গে কোনও সম্পর্ক নেই। সে একজন সমর্থক। ভোটার মাত্র। জানা গিয়েছে, ওই দলিতরা দৈনিক মজুরির ভিত্তিতে কফি প্ল্যান্টেশনে কাজ করতেন। তারা মালিকের কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা ধার নিয়েছিলেন।

আরও পড়ুন Last rites of Mulayam Singh Yadav: মুলায়মের শেষকৃত্যে হাজির রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ সহ তাবড় নেতারা 

মঙ্গলবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত, ৮ অক্টোবর কিছু মানুষ থানায় যায়। তাঁরা অভিযোগ করেন,  তাঁদের আত্মীয়দের উপর অত্যাচার করা হচ্ছে। যদিও পরবর্তীতে তাঁরা অভিযোগ প্রত্যাহার করে নেন। ওই অন্তঃসত্ত্বা মহিলা হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেখানকার জেলা সুপারিন্টেডেন্টের রেফার করে এফআইআরের পর মামলা শুরু হয়েছে। সেখানকার পুলিস সুপার উমা প্রশান্ত বলেন, ওই কর্মীরা জগদীশা গৌড়ার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। তাঁদের মধ্যে কিছু জন বাড়ি ছেড়ে চলে যান। সেজন্য মালিক বাকিদের আটকে রাখে।

 

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39