Monday, August 18, 2025
HomeদেশNarendra Modi in Kargil: আজ দীপাবলিতে কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পূণ্যভূমি থেকে...

Narendra Modi in Kargil: আজ দীপাবলিতে কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পূণ্যভূমি থেকে বিশ্বকে শান্তির বার্তা

Follow Us :

আজ দীপাবলি (Deepawali)। সোমবার সকালেই কার্গিল (Kargil) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সীমান্তে অতন্দ্র প্রহরারত দেশের বীর জওয়ানদের (Indian Army) সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে একটি বিবৃতিতে এদিন সকালে এই খবর জানানো হয়। তাতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল পৌঁছেছেন। সেখানে তিনি আমাদের বীর সেনানীদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন।” দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর এই বার্তা তাঁর অফিসিয়াল টুইটার পেজ (Offcial Twitter Page) থেকেও দেওয়া হয়েছে। 

২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েছেন নরেন্দ্রী মোদি। প্রতি বছরই তিনি দীপাবলি সেনাদের সঙ্গেই উদযাপন করেন। বিগত এই আট বছরে তিনি বিভিন্ন সেনাঘাঁটিতে (Army Facilities) উপস্থিত হয়েছেন আলোর উৎসব দীপাবলির আনন্দ ভাগ করে নিতে। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে এদিন বীর সেনা-জওয়ানরা ‘বন্দেমাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে কার্গিলের আকাশ-বাতাস ভরিয়ে তোলেন। দেশের সীমান্তে পাহারারত সেনা-জওয়ানদের মাঝে এসে তিনি প্রতিবছর দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়ার যে সুযোগ পান, তার জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানান নরেন্দ্র মোদি। কার্গিলের পূণ্যভূমি থেকে প্রধানমন্ত্রী দেশবাসী এবং গোটা বিশ্বকে আলোর উৎসব দীপাবলির শুভকামনা জানান। 

আরও পড়ুন: Rishi Sunak close to PM post: ভারতীয় বংশোদ্ভূতের হাতেই ব্রিটিশদের শাসনভার, জয়ের দোরগোড়ায় ঋষি সুনক 

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধ প্রসঙ্গে মোদি বলেন, “দীপাবলির অর্থ হল আতঙ্ক (সন্ত্রাস)-এর অন্ত এবং কার্গিল তা সম্ভব করে দেখিয়েছিল। কার্গিল আতঙ্কের বিষাক্ত ফণাকে এমনভাবে পদদলিত করেছিল যে দেশে দীপাবলির প্রকাশ ছড়িয়ে পড়েছিল। আজও দেশের মানুষ গর্বের সঙ্গে তা স্মরণ করেন।” প্রধানমন্ত্রী আরও বলেন, “কার্গিলে আমাদের সেনা সন্ত্রাসকে গুঁড়িয়ে দিয়েছে। আমি সৌভাগ্যবান যে এই ঘটনার সাক্ষী হতে পেরেছি। এখানকার আমার পুরনো ছবি আমাকে দেখানো হয়েছে, আমি এর জন্য গর্বিত।” পাকিস্তানকে সতর্ক করিয়ে দিয়ে মোদি বলেন, কার্গিলে যতবার যুদ্ধ হয়েছে, পাকিস্তানকে ভারত দুরমুশ করেছে। 

ভারতের (India) ঐহিত্য এবং মাহাত্ম্যকে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, শৌর্য ছাড়াও ভারতের ঐতিহ্য মধুরভাবনা এবং মিষ্টতার। ভারত গোটা বিশ্বকে দীপাবলির উৎসবে সামিল করতে চায়। গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক। তিনি বলেন, আলোর উৎসব গোটা বিশ্বের সামনে শান্তির বার্তা পৌঁছে দিক এটাই ভারতের শুভকামনা। 

উল্লেখ্য, ২০১৪ সালের দীপাবলি প্রধানমন্ত্রী সিয়াচেনে উদযাপন করেছিলেন। ২০১৫ সালে গিয়েছিলেন পাঞ্জাবে, উপলক্ষ্য ছিল ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ৫০ বছর পূর্তি। ২০১৬ সালে তিনি চিনের সীমান্তে সেনা-জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছিলেন। ২০১৭ সালে তিনি উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে দীপবলিতে সেনা-জওয়ানদের মাঝে উপস্থিত হয়েছিলেন। ২০১৮ সালে মোদি উত্তরাখণ্ডের হরসিলে গিয়েছিলেন, তার পরের বছর ২০১৯ সালে তিনি গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরিতে। ২০২০ সালে তিনি দীপাবলি উদযাপন করেন রাজস্থানের জয়সলমীরের লোগেনওয়ালাতে। গত বছর তিনি গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের নওসেরাতে। আর এবছর দীপাবলিতে কার্গিলে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ, এই আবহে রাহুলের পদযাত্রা, দেখুন সরাসরি
01:57:16
Video thumbnail
China | Robot Games | চীনে শুরু হচ্ছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস
01:40:40
Video thumbnail
Rahul Gandhi | Bihar | বিহারে রাহুলের ভোট অধিকার যাত্রা, দেখুন Live
03:07:11
Video thumbnail
Trump | ‘ট্রাম্প মাস্ট গো’, হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বিরোধী প্রবল বি/ক্ষো/ভ
01:37:15
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:42:56
Video thumbnail
Tejashwi Yadav | Narendra Modi | চুনা VS খৈনি মে চুনা, মোদি VS তেজস্বী, এই ভিডিও না দেখলে মিস
09:17
Video thumbnail
Stadium Bulletin | মরসুম তাহলে ইস্টবেঙ্গলের?
23:02
Video thumbnail
Ek Brishti Raate | 'এক বৃষ্টির রাতে'-র টিজার রিলিজ
01:52
Video thumbnail
Vote Adhikar Yatra | ভারত জোড়ো যাত্রার পর বিহারে রাহুল-তেজস্বী জুটির ভোট অধিকার যাত্রা
00:00
Video thumbnail
Election Commission | বিহারে বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ করল কমিশন, কী হতে পারে এবার?
02:44