Friday, August 1, 2025
HomeদেশPunjab Military |  ভাটিন্ডার সেনা ঘাঁটিতে গুলি, মৃত ৪

Punjab Military |  ভাটিন্ডার সেনা ঘাঁটিতে গুলি, মৃত ৪

Follow Us :

নয়াদিল্লি: পঞ্জাবের (Panjab) ভাটিন্ডার (Bhatinda) সেনা (Military) ঘাঁটিতে চলল গুলি, ঘটনায় মৃত ৪। ভোর সাড়ে চারটে নাগাদ পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে গুলি চলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিন গুলি চলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেনার দক্ষিণ-পশ্চিম কমান্ডের তরফে বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, ভোর সাড়ে ৪টে নাগাদ গুলি চলে।        

বিবৃতিতে সেনা আরও জানিয়েছে, গোটা এলাকা সিল করে তল্লাশিতে নেমেছে কুইক রেসপন্স টিম। তবে গুলি চলার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ব্যাপারে সেনার তরফে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Karnataka Assembly Election 2023 । কর্নাটক ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির  

ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কোনও সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

প্রসঙ্গত, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে পাঞ্জাব। এক সেনা জওয়ান (Army Jawan) হঠাৎই নিজের বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন। মোট তিনজনের গুলি লাগে। সকলের নজর এড়িয়ে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে পাঞ্জাব পুলিশর হাতে গ্রেফতার হন ওই জওয়ান। সেই ঘটনার স্মৃতিই ফিরল ভাটিন্ডায়। প্রাথমিক তদন্ত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39