নয়াদিল্লি: প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ (Bansuri Swaraj ) দিল্লি বিল (National Capital Territory of Delhi (Amendment) Bill, 2023) নিয়ে আম আদমি পার্টির (Aam Aadmi Party Government) সরকারকে তোপ দাগল। সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ বলেন, ২০১৫ সাল থেকে তাদের অপদার্থতা ঢাকতে অপব্যাখ্যা করছে আপ সরকার। এটা ঝগড়া করা (Jhagdalu) অপদার্থ (Nikammi) সরকার।
ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) ধন্যবাদ জানিয়েছেন এই বিল পাশ করার জন্য। এখন থেকে আইন অনুসারে দিল্লি সরকার কাজ করবে। তিনি বলেন, আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই দিল্লি সার্ভিসেস বিল পাশ করার জন্য। এখন বিল পাশ হয়ে গিয়েছে। দিল্লি প্রশাসন এখন আইন অনুযায়ী কাজ করবে। ৭ অগাস্ট ওই বিল পাশ হয়েছে। মুলত দিল্লি প্রশাসনের আধিকারিকদের পোস্টিং ও বদলি সংক্রান্ত অর্ডিন্যান্সের বদলে এই বিল আনা হয়।
আরও পড়ুন: রাজস্থানে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা, সাত জনের মৃত্যু
সোমবার রাজ্যসভায় বিলটি পাশ হয়েছে। যাতে বলা হয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে ক্ষমতা দেওয়া হল দিল্লিতে গ্রুপ এ সার্ভিসের অফিসারদের নিয়ন্ত্রণের। নিয়োগ, বদলি ও পোস্টিংয়ের ক্ষেত্রে এই ক্ষমতা দেওয়া হল। বিলের পক্ষে ১৩১ সাংসদ ভোট দেয়। বিলের বিপক্ষে ভোট দেয় ১০২ জন সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে এই বিল। গত সপ্তাহে লোকসভাতে এই বিল পাশ হয়।
















