মুম্বই: কালো টপ। খোলা চুল। নিজের দেশ বলতে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর রিচা চড্ডার (Richa Chadda) স্বপ্ন বিজেপি মুক্ত ভারত (BJP free India)। তবে তার আগে মাইক হাতে প্রথমেই বললেন: I Think we are ready for a female Prime Minister mam… ‘মনে হয় আমরা সবাই একজন মহিলা প্রধানমন্ত্রীকে দেখতে তৈরি।’ রিচার এই বক্তব্যে আশপাশ থেকে সমর্থনের উল্লসিত চিৎকার উঠল, হাততালি পড়ল। রিচার কথা শুনে সামনের মঞ্চে বসে হেসে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে খানিকটা নতুন দম পেলেন কি? বোঝা গেল না।
দিল্লিতেই পাকা কথা হয়ে গিয়েছিল। জাভেদ আখতার আর সুধীন্দ্র কুলকার্নি গিয়ে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখনই ঠিক হয় মুম্বই সফরে গিয়ে লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের মনের কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বুধবার স্বরা ভাস্করের মত অভিনেত্রী এ দিন মমতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মুনাভার ফারুকির। স্ট্যান্ড-আপ কমেডিয়ান, গেরুয়া হুমকির মুখে পড়ে মুনাবার এখন পেশাই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। রিচা চড্ডা কি এ রকম একটা অবস্থাকেই নাৎসি জমানার সঙ্গে তুলনা করলেন?
রিচার কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় হেসে ফেললেন। বললেন, ‘আরে মহিলা প্রধানমন্ত্রী তো অনেকেই আছেন। ইন্দিরাজ্বি আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন।’ রিচা বললেন, ‘না সময় এসেছে ঈশ্বরের মত প্রাণশক্তি রয়েছে এমন এক জন মানুষের। গ্যাংস অফ ওয়াসেপুরের রিচা কার কথা বলতে চাইলেন? ততক্ষণে অবশ্য রিচা, স্বরা, মুনাবরেরা নিজেদের দেশের এক গুচ্ছ অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কথা বলে ফেলেছেন। মন দিয়ে শুনেছেন মমতা। নিজের মতামত দিয়েছেন।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী’ পরের ভাবনা, বিজেপিকে বোল্ডআউটই লক্ষ্য: মমতা
রিচা নিয়ে এরপর এলেন চীনের আগ্রাসন। গত দু’বছরে বেজিং কী ভাবে নেপাল, ভুটান, লাদাখ সব দিক থেকে ভারতের সার্বভৌমত্ব এবং দেশের সীমান্তে আগ্রাসন নীতি চালিয়েছে সেই কথা বললেন। বললেন ‘গণতন্ত্র বিপন্ন দেশে।’ তাই রিচা, স্বরাদের যে গ্যাং। যাদের ‘টুকরে টুকরে’ বলা হয়ে থাকে, তাদের দিকেই তাকিয়ে থাকলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।