মুম্বই: আজ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে অস্ত্রোপচার হল ঋষভ পন্থের (Rishabh Pant)। কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তাঁর। সেখানেই অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার করেছেন ডাক্তার দীনশ পারদিওয়ালা ও তাঁর টিম। কোকিলাবেন হাসপাতালের পাশাপাশি তিনি সরাসরি বোর্ডের সঙ্গে যুক্ত এবং ক্রিকেটারদের শারীরিক ফিটনেসের ব্যাপারে ওয়াকিবহাল। তাঁর অধীনেই চিকিৎসাধীন রয়েছেন পন্থ। প্রায় ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে পন্থের। তবে এখনও সুস্থ হতে দীর্ঘ দিন সময় লাগবে তাঁর। হাসপাতাল পন্থকে নিয়ে কোনও বুলেটিন দেয়নি। যেহেতু পন্থের (Rishabh Pant) চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিসিসিআইয়ের, তাই তারাই এই বিষয়ে বিস্তারিত জানাবে।
আরও পড়ুন: ISL: ওড়িশার মুখোমুখি ইস্টবেঙ্গল, আলোচনায় প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক অনিত ঘোষ
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের রুরকির (Roorkee) সমীপ মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় উইকেটকিপার। গুরুতর জখম হন ঋষভ (Rishabh Pant)। প্রথমে তাঁকে রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেই গাড়ি চালাচ্ছিলেন পন্থ। দিল্লি-দেহরাদুন হাইওয়ের রুরকির সমীপ মোড়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। এরপরই আগুন লেগে যায় গাড়িতে।কয়েকদিন আগেই ভারত-বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে তিনি ছিলেন। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শারীরিক সক্ষমতা বাড়াতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল ঋষভের।