দেরাদুন: পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেরাদুনের (Dehradun) ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইন্টেনসিভ কেয়ার ইউনিট (ICU) থেকে তাঁকে প্রাইভেট স্যুটে রাখা হয়েছে। সূত্রের খবর, এবার চিকিৎসার জন্য তাঁকে এবার মুম্বই (Mumbai) নিয়ে যাওয়া হবে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) ডিরেক্টর শ্যাম সুন্দর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন। প্রাথমিক পর্যায়ে যা যা চিকিৎসার প্রয়োজন ছিল তা ম্যাক্স হাসপাতালে (Max Hospital) হয়ে গিয়েছে।
দুর্ঘটনার জেরে কপালে আঘাত পেয়েছেন পন্থ, ছিঁড়েছে ডান হাঁটুর লিগামেন্ট (Knee Ligament)। চোট পেয়েছেন ডান হাতের কবজি, ডান পায়ের গোড়ালি এবং আঙুলে। এছাড়া ছড়ে গিয়েছে পিঠ। ক্ষতস্থানে যাতে কোনওভাবে সংক্রমণ না হয় তার জন্য ম্যাক্স হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বিপজ্জনক সময়টা কেটে গিয়েছে, তাই এবার পরবর্তী পর্যায়ের জন্য নিয়ে যাওয়া হবে মুম্বইতে।
আরও পড়ুন: Ind vs SL: শেষ ওভার অক্ষরকে দিয়ে করানোর ঝুঁকি কেন নিলেন হার্দিক? জেনে নিন
ভারতীয় উইকেটকিপার দেরাদুনের হাসপাতালে থাকাকালীন তাঁকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কিন্তু তার ফলে সংক্রমণ ছড়াতে পারে ক্ষতস্থানে, তাই কড়া প্রহরার ব্যবস্থা করেছেন হাসপাতালের কর্মীরা। সাহায্য মিলেছে পুষ্কর সিং ধামির (Pushkar Singh Dhami) প্রশাসনেরও। উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী নিজেও পন্থকে দেখতে গিয়েছিলেন।
এদিকে পন্থের ছেঁড়া লিগামেন্টের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে বিসিসিআই (BCCI)। ভারতীয় বোর্ডের তরফে ঘণ্টায় ঘণ্টায় ক্রিকেটারের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পন্থের লিগামেন্টের চিকিৎসা করবে বিসিসিআই-এর মেডিক্যাল টিম। এমনিতেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) হাঁটুর জোর বাড়ানোর অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এই দুর্ঘটনার ফলে বোর্ডের চিকিৎসকদের কাজ অনেকটাই বাড়ল।