কলকাতা: একের পর এক বোল্ড ফটোশুটে নেটপাড়ায় রীতিমতো ঝড় তোলেন ঋতাভরী চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম হল না, স্বচ্ছ পোশাকে বোল্ড ফটোশুটে আগুন ঝরালেন ঋতাভরী। টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। ঋতাভরী মানেই বোল্ড ফটোশুট। কখনও কালো অন্তর্বাসে তো কখনও বা আবার খোলামেলা গাউনে তো কখনও আবার স্বচ্ছ পোশাকে তিনি হয়ে ওঠেন আবেদনময়ী।
স্বচ্ছ কালো পোশাকে রীতিমতো নেটপাড়ায়আগুন ধরালেন ঋতাভরী। তাঁর পোশাক, মেকআপ, এক্সপ্রেশন, চোখের চাহনি সবকিছু মিলিয়ে যেন তৈরি হয়েছে এক মায়াজাল। লাস্যময়ী ঋতাভরীর শরীরী ভঙ্গিতে কাবু তাঁর অনুরাগী থেকে নেটিজেনরা।
View this post on Instagram
আরও পড়ুন: মালার আড়ালে বক্ষবিভাজিকা, সোহিনীর ফটোশ্যুট ক্ষুদ্ধ নেটপাড়া?
অন্য খবর দেখুন