কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। আমেরিকার শিকাগোর শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। এই ঘটনায় প্রাণ হারিয়েছে ছজন। পুলিস সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শিকাগোর পুলিস সূত্রে খবর, মঙ্গলবার শিকাগোর বিভিন্ন এলাকায় এলোপাথাড়ি গুলি চালাতে থাকে আততায়ী। প্রায় আট ঘণ্টা ধরে শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় ওই বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চলেছে। এই হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছে মৃত্যু হয় তিন জনের।
প্রসঙ্গত, গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন। এবছর ফের এমন হামলা। প্রশ্ন উঠেছে কী কারণে এই দিনটিকে বেছে নিয়েছে আততায়ীরা। এই ঘটনার পর পুলিস গোটা এলাকা ঘিরে রেখেছে। ওই বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।