Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসুতির শাড়িতে স্নিগ্ধ সাজে শোলাঙ্কি, রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া

সুতির শাড়িতে স্নিগ্ধ সাজে শোলাঙ্কি, রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া

ওয়েব ডেস্ক: তাঁর অভিনয় দেখে বারবার মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তাঁর মিষ্টি হাসি এবং সাবলীল অভিনয়ের গুণে মুহূর্তে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে শুধু অভিনয় নয়, শোলাঙ্কি রায়ের ফ্যাশন স্টেটমেন্টও প্রশংসনীয়। বিশেষ করে অভিনেত্রীর নজরকাড়া পোশাক আর অসাধারণ স্টাইলিংয়ের ধারে মন জিতে নেন সকলের। সম্প্রতি শাড়িতে ফটোশ্যুট করে স্নিগ্ধতা ছড়ালেন শোলাঙ্কি। গরমে ‘মিস ক্যালকাটা’ সেজে স্নিগ্ধতা ছড়ালেন শোলাঙ্কি রায় (Solanki Roy )। তাঁর লুক দেখে মনে শীতলতার ছোঁয়া।

তপ্ত গরমের দিনে স্নিগ্ধ বাঙালি লুক ধরা অভিনেত্রী শোলাঙ্কি রায়। অবশ্য বলা বাহুল্য সব লুকেই অনন্যা। গরমে সুতির শাড়ি পরে ফটোশ্যুট করলেন শোলাঙ্কি রায় (Solanki Roy in Saree)। লাস্যময়ী রূপেই দিয়েছেন অভিনেত্রী। তাঁর লুক দেখে মুগ্ধ হলেন নেটিজেনরা। ‘মিস ক্যালকাটা’ সেজে ফটোশ্যুট করলেন শোলাঙ্কি। তাঁরই টুকরো টুকরো ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করে নিয়েছেন। স্নিগ্ধ রূপে ধরা দিলেন অভিনেত্রী। হালকা গোলাপি সুতির শাড়ি, মানানসই ব্লাউজ, গয়না, মেকআপ হেয়ার স্টাইলে শোলাঙ্কিকে মানিয়েছে বেশ।শোলাঙ্কির বাঙালি লুক দেখলে মূর্ছা যান নেটিজেনরা। অভিনেত্রীর সোশাল মিডিয়া পোস্টের কমেন্ট ভালোবাসায় ভরিয়েছেন নেটাগরিকরা।

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

আরও পড়ুন: ‘গৃহপ্রবেশ’ মুক্তির পরই দেবের পোস্ট! কী লিখলেন অভিনেতা?

অন্য খবর দেখুন

Read More

Latest News