খড়্গপুর: বিশ্বভারতীর মতোই অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে খড়্গপুর আইআইটিতে (Kharagpur IIT) বিক্ষোভ পড়ুয়াদের। পড়ুয়াদের দাবি, অনলাইনে পড়াশুনোর (Online Exam) পর অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। এই পরীক্ষা বাতিল করতে হবে। আচমকা ছাত্রছাত্রীদের বিক্ষোভে ক্যম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইআইটি চত্বরে স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা। শেষ পর্যন্ত পড়ুয়াদের কয়েকজন প্রতিনিধি আইআইটি ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যান। তবে তাঁদের দাবি কর্তৃপক্ষ দাবি না মানলে তাঁদের বিক্ষোভ চলবে।
কয়েকদিন আগেই খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে মার্চের মধ্যেয়ই সমস্ত ছাত্র-ছাত্রীকে ক্যম্পাসে ফিরতে হবে বলে জানিয়ে দেয়। এপ্রিলের গোড়াতেই সেমেস্টারের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ হয়। কিন্তু প্রশ্ন ওঠে ক্যম্পাস বন্ধ, হস্টেল বন্ধও, ছাত্রছাত্রীরা যে যার বাড়ি ফিরে গিয়েছেন।এত তাড়াতাড়ি দেশের বিভিন্ন প্রান্ত থেমে কিভাবে ফিরবেন? বিমান বা ট্রেন ভাড়া কোথা থেকে আসবে? তাই নিয়ে প্রশ্ন তোলে পড়ুয়াদের একাংশও। তাছাড়া, আই আই টি কর্তৃপক্ষের অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও ছাত্র মহলে বিক্ষোভ দানা বাঁধতে থাকে।
সোমবার সেই সব দাবিতেই ক্যাম্পাসের মূল ভবনের মাঠে জড়ো হন ছাত্রছাত্রীরা এবং শুরু হয় সম্মিলিত বিক্ষোভ প্রদর্শন। এক ছাত্রীর কথা অনুযায়ী, তাঁরা চান ডিরেক্টর ওপেন ফোরামে এসে তাঁদের সঙ্গে আলোচনা করুন। ছাত্র ছাত্রীদের যাতে সুবিধে হয় সেই অনুযায়ী সিদ্ধান্ত নিক কর্তৃপক্ষ। তাঁর দাবি, বহু পড়ুয়াই এখনও ক্যাম্পাসে ফিরতে পারেননি অর্থাভাবে। কিন্তু কর্তৃপক্ষ নাকি জানিয়ে দিয়েছে যারা আসতে পারেনি, সেটা তাঁদের ব্যাপার। সেটা আইআইটির সমস্যা নয়।
আরও পড়ুন Visva Bharati: রক্ত ঝরল শান্তিনিকেতনে, প্রথম দিনের পরীক্ষা বন্ধ ছাত্র আন্দোলনে, জড়ালেন অভিভাবকরাও
ওই পড়ুয়ার বক্তব্যও, পরীক্ষা চলবে সাতদিন।কিন্তু ২০ দিনের জন্য ক্যাম্পাসে আসা এবং যাওয়ার খরচ দেওয়ার সামর্থ্য সবার নেই। অবিলম্বে অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুক আইআইটি কর্তৃপক্ষ। এখানে বলা যায়, শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এদিনই পরীক্ষা বন্ধের গন্ডগোলে ধুন্দুমার বাধে।
আরও পড়ুন School Uniform: স্কুল পড়ুয়াদের নিয়ে রাজনীতি করছে সরকার: দিলীপ, পাল্টা কুণাল