Tuesday, September 9, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসন্তানদের নিয়ে খোশ মেজাজে শুভশ্রী

সন্তানদের নিয়ে খোশ মেজাজে শুভশ্রী

কলকাতা: সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) অভিনীত ছবি গৃহপ্রবেশ (Grihapravesh 2025)। ছবিতে শুভশ্রীর অভিনয়ও প্রশংসিত হচ্ছে। ছবি রিলিজ এর পরই শাশুড়ি এবং দুই সন্তানদের নিয়ে খোশ মেজাজে দেখা গেল অভিনেত্রীকে! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ভিডিও।

কাজের ফাঁকে অবসর সময়ে সংসার এবং পরিবার নিয়েই কাটে শুভশ্রীর। আর নতুন ছবি মুক্তির পর দুই সন্তানের সঙ্গে শাশুড়িকেও যেন সন্তানের মতোই স্নেহে এবং যত্নে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রাম-এ একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে দুই সন্তানের সঙ্গে অবসর উপভোগ করতে দেখা গেছে তাঁকে। সদ্য কথা বলতে শেখা রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনিকে কথা বলতে দেখাচ্ছেন শুভশ্রী। ভিডিওতে দুই সন্তান ছাড়াও রাজের মা অর্থাৎ শুভশ্রীর শাশুড়িকেও দেখা গিয়েছে। যেখানে শুভশ্রী তাঁর মেয়েকে ঠাম্মা বলতে শেখাচ্ছেন।

আরও পড়ুন: মিমি বলছেন ‘আভি না যাও ছোর কার

অন্য খবর দেখুন

Read More

Latest News