Wednesday, August 13, 2025
HomeদেশKarnataka Election 2023 | কংগ্রেসের জয়ের পিছনে ভোটকুশলী কানুগোলু

Karnataka Election 2023 | কংগ্রেসের জয়ের পিছনে ভোটকুশলী কানুগোলু

Follow Us :

বেঙ্গালুরু: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটকের (Karnataka) ক্ষমতায় কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যে ভরা ডুবি বিজেপির। কাজে আসেনি মোদি ম্যাজিক। এই জয়ের জন্য কংগ্রেস নেতৃত্ব কৃতিত্ব দিয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কর্মসূচিকে। কর্নাটকের এই জয়ের কৃতিত্ব যেমন ভারত জোড়ো যাত্রার, তেমনি সুনীল কানুগোলুর (Sunil Kanugolu Poll Strategist)। কংগ্রেসের ভোটকুশলী। সুনীলের হাত ধরে কর্নাটকে কংগ্রেসের জয়ের ধ্বজা উড়েছে।

হিমাচলপ্রদেশের পর দক্ষিণের একমাত্র ঘাঁটি কর্নাটকও হাতছাড়া হল বিজেপির। এই নিয়ে গত সাত মাসে ৪ রাজ্যের নির্বাচনে হারের মুখ দেখতে হল বিজেপিকে (BJP)। গত দুই থেকে আড়াই বছরে বেশ কিছু রাজ্যে খারাপ ফল করেছে বিজেপি। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে দলের সভাপতি জেপি নাড্ডার উপর। আগামী লোকসভা নির্বাচনে আগেই গেরুয়া শিবিরে বড়সড় ধাক্কা বলাই চলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কানুগোলুর কৌশলেই কর্নাটকে কুপকাত হয়েছে বিজেপি। কে এই কানুগোলু। জানেন কি? কোনও দলের নেতা নন৷ বছর চল্লিশের এই ব্যক্তি হলেন প্রশান্ত কিশোরের মতোই আর এক ভোটকুশলী৷

প্রশান্ত কিশোর ওরফে পিকের এক সময়ের সহকর্মী ছিলেন সুনীল কানুগোলু।  পিকে ভোটকুশলী হিসেবে গোটা ভারতে পরিচিত৷ কিন্তু, গত কয়েক বছরে চুপিসারে কর্পোরেট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন এই কানুগলু৷ সুনীলের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তিনি বরাবরই প্রচারবিমুখ। যা করার কাজে করে দেখান। কংগ্রেসের তরফে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে পরামর্শদাতার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা নাকচ করে দেন। তার পরই নাকি যোগাযোগ করা হয় সুনীলের সঙ্গে। তারপরেই তিনি কংগ্রেসের মুখ্য ভোটকুশলী হিসেবে দায়িত্ব নেন। সুনীল দায়িত্ব নেওয়ার পরেই কর্নাটকে ভোটের প্রস্তুতি শুরু করে দেয় কংগ্রেস।

কর্নাটকে নির্বাচনের (Karnataka Assembly Election 2023) আগে বিজেপির হাতিয়ার ছিল মেরুকরণের রাজনীতি। হিজাব, টিপু সুলতান, মুসলিমদের সংরক্ষণ বাতিল, বজরংবলি কোনও ইস্যুই কাজে এল না। কানুগোলুর বুদ্ধির ক্যারিশ্মার কাছে দক্ষিণের এই রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। শুধু তাই নয় দলের অন্তর্দ্বন্দ্বকেও সতর্কতার সঙ্গে সামলেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের মধ্যে এক সময় সুসম্পর্ক থাকলেও ভোটের আগে এই দুই বর্ষীয়ান নেতার অন্তর্দ্বন্দ্ব চিন্তায় রেখেছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে। তবে কোনও রকম বিবাদ ছাড়াই যৌথ নেতৃত্বে মধ্য দিয়েই কর্নাটকে কংগ্রেস জয় ছিনিয়ে আনতে পেরেছে। তার নেপথ্যেও রয়েছে সুনীলের ক্ষুরধার বুদ্ধি। কংগ্রেস সূত্রে আগেই জানা গিয়েছিল, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার পিছনেও ছিল সুনীলের মাথা। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Donald Trump | রাশিয়া-ইউক্রেনের যু/দ্ধ থামানো নিয়ে এ কি বললেন ট্রাম্প? শুনলে আপনিও বলবেন…
03:27:10
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:22:51
Video thumbnail
Bibhas Adhikari | বিভাস অধিকারীর 'প্রাইভেট থানা' কাণ্ডে নাম জড়াল বিজেপি নেতা দেবাশিস ধরের
03:48:00
Video thumbnail
Politics | বিজেপির বিধায়ক গোলমালে এবার ভোটার লিস্টে নাম নেই বাবা-মার
04:41
Video thumbnail
Politics | মোদি-শাহকে দেবে খবর বঙ্গে গেরুয়া গুপ্তচর
03:31
Video thumbnail
Politics | শেষ হলে সংসদে বাদল কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল
04:21
Video thumbnail
Politics | রাহুলের নিশানায় এখন বিজেপি আর ইলেকশন কমিশন
04:15
Video thumbnail
Politics | ভোট চুরি আটকাতে আদালতে বিজু জনতা ইন্ডিয়া জোটের পথে
02:47
Video thumbnail
Politics | বিহার ভোটে দেখে নেবে শেষ জমি ছাড়ছে না কংগ্রেস
04:18
Video thumbnail
Politics | ভোটের গরমে নবান্ন-কমিশন সংঘাত চরমে
03:46