নয়াদিল্লি: গত ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট (supreme court) দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ছয় হত্যাকারীকে মুক্তি দিয়েছে। সুপ্রিম কোর্টের এই আদেশ রিভিউ (review) করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার মনে করে, সুপ্রিম কোর্ট রাজীবের হত্যাকারীদের জেল (jail) থেকে ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনগতভাবে ক্রটিপূর্ণ। কেন্দ্রের আরও অভিযোগ, শীর্ষ আদালত এব্যাপারে কেন্দ্রের সঙ্গে কোনও আলোচনাই করেনি।
১৯৯১ সালে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে রাজীব গান্ধীকে (Rajiv Gandhi) হত্যা করা হয়। গত ১৮ মে শীর্ষ আদালত রাজীবের অন্যতম হত্যাকারী পেরারিভালানকে মুক্তি দিয়েছে। সংবিধানের ১৪২ নম্বর ধারা বলে পেরারিভালানকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর বাকি ছয় হত্যাকারীকেও মুক্তি দেয় শীর্ষ আদালত।
আরও পড়ুন: Keshpur Incident: সংঘর্ষে আহত যুবকের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ক্ষতিপূরণ চাইল পরিবার
নতুন করে ছজনকে মুক্তি দিয়ে শীর্ষ আদালত (supreme court) জানিয়েছে, তিন দশকের বেশি সময় ধরে রাজীব গান্ধীর ওই ছয় হত্যাকারী জেলে ছিল। জেলে থাকাকালীন ওই ছজনের ব্যবহার ভালো ছিল। এছাড়া জেলে থাকাকালীন ওরা লেখাপড়াও করেছেন। প্রসঙ্গত, রাজীব গান্ধীর ছজন হত্যাকারীকে মুক্তি দেওয়ার তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী রাজীবের হত্যাকারীদের ক্ষমা করলেও কংগ্রেস হত্যাকারীদের মুক্তির বিরুদ্ধে। কংগ্রেসের একাধিক নেতা এব্যাপারে শীর্ষ আদালতের রায়ের সমালোচনাও করেন। প্রায় একসপ্তাহ পরে কেন্দ্রের এই উদ্যোগ কেন তা অবশ্য পরিষ্কার নয়।