তামিলনাড়ু: নিরবচ্ছিন্ন বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু (Tamil Nadu)। শনিবার থেকে রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি (Rain) চলছে। যার ফলে বহু জায়গা জলমগ্ন (Water Clogged) হয়ে পড়েছে। একাধিক জেলায় বাঁধ (Dam) উপচে পড়েছে। গত এক সপ্তাহ ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ ভারতের (South India) রাজ্যটিতে। আবহাওয়া দফতর (IMD) জানিয়ে দিয়েছে, বৃষ্টি এখনই থামার সম্ভাবনা নেই। চলবে আরও কিছুদিন। ফলে রাজ্যবাসীর দুর্ভোগের অন্ত হচ্ছে না।
পূর্বাভাস বলছে, রবিবার রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। রাজধানী চেন্নাইতে (Chennai) বৃষ্টির সঙ্গে দোসর বজ্রবিদ্যুৎ এবং ঝড় (Thundrstorm)। মাইলিয়াধুতরাই জেলার একাধিক জায়গার জলমগ্ন অবস্থার চিত্রগুলি ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। কোয়েম্বাটরে (Koimbatore) বাঁধ উপচে পড়ছে বানভাসি অবস্থার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির কারণে থেনি, ডিন্ডিগুল, মাদুরাই, শিবগঙ্গা এবং রামানাথাপুরম জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। থেনি জেলায় ভাইগাই ড্যাম থেকে ৪২৩০ কিউবিক ফুট অতিরিক্ত জল ছাড়া হয়েছে।
আরও পড়ুন: Dog Bite: কুকুরে কামড়ালে মালিকের জরিমানা ১০ হাজার! কোথাকার আইন জানুন
বঙ্গোপসাগরে (Bay Of Bengal) শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট নিম্নচাপের জেরে চেন্নাইয়ের বহু জায়গা এবং পার্শ্ববর্তী কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গালপেট জেলায় ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। অক্টোবর থেকে ডিসেম্বরের উত্তর-পূর্ব বর্ষাকাল হল তামিলনাড়ু এবং পুদুচেরি-করাইকাল ছাড়াও অন্যান্য কাছাকাছি অঞ্চলগুলির জন্য প্রাথমিক পর্যায়ের বর্ষাকাল। স্থানীয় আবহাওয়া অফিসের আধিকারিকদের মতে, উত্তর-পূর্ব বর্ষার কারণে রাজ্যের রাজধানীতে গড়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের তরফে মৎস্যজীবীদের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।