বায়োমেট্রিক (Biometric) ঠিকমত কাজ না করার অভিযোগ প্রবল উত্তেজনা দক্ষিণ কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে (School)। মেশিনের সমস্যার জেরে পরীক্ষা শেষের পরেও বেশ কিছুক্ষণ ধরে স্কুলেই আটকে ছিলেন পরীক্ষার্থীরা। দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের।
রবিবার রাজ্যের অন্যান্য কেন্দ্রের মত তীর্থপতি ইনস্টিটিউশনেও নির্দিষ্ট সময়ে টেট পরীক্ষা (TET) শুরু হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBSE) তরফে আগেই নির্দেশিকায় জানানো হয়েছিল, প্রত্যেক পরীক্ষার্থীর বায়োমেট্রিক পরিচয় যাচাই করা হবে। দেশপ্রিয় পার্কের ওই সরকারি স্কুলেও একই বন্দোবস্ত করা ছিল। যদিও পরীক্ষার্থীদের (Examinee) দাবি, পরীক্ষা শুরুর আগে বায়োমেট্রিকের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়নি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বায়োমেট্রিক সেই সময় ঠিকমতো কাজ করছিল না। পরীক্ষা শেষে বের হওয়ার আগে বায়োমেট্রিকে পরিচয় যাচাই হবে বলে স্কুলের তরফে জানানো হয়।
দুপুর আড়াইটেয় পরীক্ষা শেষ হয়। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা যখন চলছিল তখনই মেশিন সারানোর (Repair) দরকার ছিল। কিন্তু আড়াই ঘণ্টা সময়ের মধ্যে বায়োমেট্রিক সারানোর ব্যবস্থা করা হয়নি। টেট পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে তাঁদের বসিয়ে রাখা হয়। এমনকি পরীক্ষার্থীদের একাংশের দাবি, বায়োমেট্রিক ছাড়াই একসময় বাড়ি চলে যেতেও বলা হয় তাঁদের। যার ফলে পরে অসুবিধা হতে পারে এই আশঙ্কায় স্কুলে বিক্ষোভ (Agitation) দেখাতে শুরু করেন টেট পরীক্ষার্থীরা।
অবশেষে প্রায় তিনঘণ্টা পর ওই স্কুলে বায়োমেট্রিক চালু হয়। এই বিষয়ে পর্ষদ কর্তৃপক্ষের (Board Authority) বক্তব্য, যে কোনও সময় বৈদ্যুতিন সামগ্রী কাজ করা বন্ধ করতেই পারে। তবে অবশ্যই বিকল্প বন্দোবস্ত করা বায়োমেট্রিক খারাপ থাকা মানেই ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হতে পারে এমন আশঙ্কা ঠিক নয়।