Saturday, November 1, 2025
Homeহাতির তাণ্ডবে শিশু সহ তিনজনের মৃত্যু

হাতির তাণ্ডবে শিশু সহ তিনজনের মৃত্যু

ওয়েব ডেস্ক: মর্মান্তিক। হাতির হানায় একমাস বয়সী এক শিশু সহ তিনজনের মৃত্যু হল। ঘটনার প্রতিবাদে  টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন এলাকাবাসী। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের কুঞ্জনগরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হাতি প্রবেশ করেছে টের পেয়ে এলাকার বাসিন্দা মনোজ দাস ঘর থেকে বের হন।  কিছুক্ষণ পর মনোজের আওয়াজ শুনে তাঁর বাবা ও স্ত্রী ঘর থেকে বের হন। মনোজের এক মাসের কন্যা সন্তানকে নিয়ে ঘর থেকে বের হলে হাতি তাঁদের উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। এবং তার আগে হাতির আক্রমণে মনোজের মৃত্যু হয়।

আরও পড়ুন: বার্লা তৃণমূলে মঞ্চে নেই দিলীপ উত্তরবঙ্গ সামলাতে পারবে বিজেপি? কাজ হবে মোদির ভোকাল টনিকে? দেখুন বিরাট আপডেট

এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, বন দফতরের উদাসীনতার জন্য এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Read More

Latest News