কলকাতা: শহরে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Covid 19)৷ এবার ছোট লালবাড়িতেও (Kolkata Municipality) থাবা বসালো সে৷ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসু৷ ৬৫ বছরের সাধনা বসু চার নম্বর বরোর চেয়ারম্যানও৷ সূত্রের খবর, শপথবাক্য পাঠের দিন অসুস্থ ছিলেন তিনি৷ তাই শপথগ্রহণের পরই দ্রুত বাড়ি চলে যান সাধনা বসু (Sadhana Basu)৷ তবে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়ে পড়ে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের (TMC MLA Tapas Roy) করোনা আক্রান্তের খবরে৷ মঙ্গলবার রাতেই জানা যান, সস্ত্রীক করোনা আক্রান্ত তিনি৷ শপথগ্রহণের দিন তিনিও হাজির ছিলেন কলকাতা পুরসভায়৷ সামনের সারিতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যদের সঙ্গেই বসেছিলেন তিনি৷ প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিমেরও খুব কাছে দেখা গিয়েছিল তাঁকে৷ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে খোশমেজাজে গল্পও করেন বলে দাবি তাঁদের৷
যার পরই গোটা পুরভবনেই স্যানিটাইজ করা প্রয়োজন হয়ে পড়েছে৷ আক্রান্তরা কত জনের সংস্পর্শে এসেছিলেন তা স্পষ্ট নয়৷ তবে মঙ্গলবারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভালোই জমায়েত হয়েছিল৷ কিন্তু তাসত্ত্বেও কোভিড দূরত্ব বিধি বিশেষ কাউকে মানতে দেখা যায়নি৷ অধিকাংশের মুখে ছিল না মাস্কও৷ তাই শপথগ্রহণে উপস্থিত প্রত্যেকের করোনা পরীক্ষা করানো দরকার বলে মনে করছে পুর-প্রশাসন৷ প্রশ্ন উঠছে জনপ্রতিনিধি হিসেবে সাধনা বসুর সচেতনতা নিয়েও৷ জ্বর এবং অল্প শ্বাসকষ্ট থাকা সত্ত্বেও কেন তিনি শপথে গেলেন তা স্পষ্ট নয়৷ সূত্রের খবর, বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন সাধনা বসু৷ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ অনুষ্ঠানে সাধনা বসুর পাশে যাঁরা বসেছিলেন তাঁদের প্রয়োজনে টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ যাঁদের উপসর্গ দেখা যাচ্ছে তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হচ্ছে৷ ওই দু’জন ছাড়াও মেয়রের দফতরের এক ডেটা এন্ট্রি অপারেটরেরও করোনা ধরা পড়েছে৷ তাঁকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে৷
আরও পড়ুন: Covid 19: তৃতীয় ঢেউয়ের শঙ্কা? বাংলায় একদিনে কোভিডের সংক্রমণ হাজার ছাড়ালো