Tuesday, August 5, 2025
Homeজেলার খবরKurmi Protest | Trains Cancelled | ৫০ ঘণ্টা অতিক্রান্ত, অব্যাহত কুড়মি আন্দোলনে

Kurmi Protest | Trains Cancelled | ৫০ ঘণ্টা অতিক্রান্ত, অব্যাহত কুড়মি আন্দোলনে

Follow Us :

পুরুলিয়া:  কুড়মি আন্দোলনের (Kurmi Protest) ঝাঁঝ ক্রমশ জোরালো হচ্ছে। প্রায় ৫০ ঘণ্টা পার, এখনও অব্যাহত কুড়মিদের আন্দোলন। অবরোধের জেরে বাতিল (Trains Cancelled) হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস (Howrah-Mumbai Durant Express), বাতিল লোকমান্য তিলক টার্মিনাস-রাঁচি এক্সপ্রেস (Canceled Lokmanya Tilak Terminus-Ranchi Express), চলছে না ভাস্কো ডা গামা জশিডি এক্সপ্রেস, আলাপুঝা ধানবাদ এক্সপ্রেস, বাতিল সেকেন্দ্রাবাদ পাটনা স্পেশাল। কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতায় আনতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন।

শুক্রবার আন্দোলনের তৃতীয় দিন। নিজেদের দাবি দাওয়া নিয়ে অনড় কুড়মি সম্প্রদায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় চলছে রেল-সড়ক অবরোধ। আন্দোলনের জেরে এদিন পুরুলিয়ার আদ্রা ডিভিশনে ( Adra Division of Purulia) বিপর্যস্ত ট্রেন চলাচল। চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। আদ্রা পুরুলিয়া শাখার ৫৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কুড়মি সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হলে, রবিবার থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক অবরোধ করা হবে।

রও পড়ুন:WB Governor- VC | ফের নবান্ন-রাজভবন সংঘাতের সিঁদুরে মেঘ, উপাচার্যদের প্রতি মাসে রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে 

জাতিসত্তার দাবিতে কুড়মিদের এই আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে আগামী ৯ই এপ্রিল থেকে পুরুলিয়ার কোটশিলা জংশন ও সংলগ্ন রাচি পুরুলিয়া রাজ্য সড়ক অবরুদ্ধ করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ। ৯ই এপ্রিল কোটশিলাতে রেলপথ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থাকে বিঘ্নিত করে এই আন্দোলনকে আরো সক্রিয় করতে চলেছে কুড়মি জনজাতির মানুষজনেরা। বলা যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সি আর আই রিপোর্টের কমেন্ট এন্ড জাস্টিফিকেশন কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে না পাঠানোর কারণে কুড়মিদের এই আন্দোলনের ব্যাপক প্রভাব পুরুলিয়ার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড সহ উড়িশা ও বিহারেও পড়তে চলেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39