আগামী ৫ এবং ৬ নভেম্বর (শনি ও রবিবার) রেললাইনে কাজ চলবে নৈহাটি এবং হালিশহর স্টেশনের মধ্যে। চলবে নৈহাটি এবং রানাঘাট স্টেশন যোগাযোগে তৃতীয় লাইনের কাজ। সেই কারণে ওই দু’ দিন বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। কমিয়ে আনা হবে কিছু ট্রেনের যাত্রাপথ। এই মর্মে নোটিস দিয়েছে পূর্ব রেল। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত চলবে রক্ষণাবেক্ষণের কাজ। ফলে নিত্যযাত্রীদের আবার ভোগান্তির মুখে পড়তে হবে।
শনিবার বাতিল হওয়া ট্রেন
১) শিয়ালদহ-কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল (আপ ৩১৮৪৩, ডাউন ৩১৮৪৪)
২) শিয়ালদহ-গেদে-শিয়ালদহ লোকাল (আপ ৩১৯২৯, ডাউন ৩১৯২৮)
৩) শিয়ালদহ-শান্তিপুর-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৫৩৮, ডাউন ৩১৫৪০, আপ ৩১৫৩৭ আপ ৩১৫৩৯)
৪) শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৬৩৬, আপ ৩১৬৩১)
৫) শিয়ালদহ-কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৩৩৮, আপ ৩১৩৩৯)
৬) কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল (ডাউন ৩১১৯২)
রবিবার বাতিল হওয়া ট্রেন
১) শিয়ালদহ-কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৮১২, ডাউন ৩১৮১৪, ডাউন ৩১৮১৮, আপ ৩১৮১১, আপ ৩১৮১৫, আপ ৩১৮২১
২) শিয়ালদহ-গেদে-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৯১২, ডাউন ৩১৯১৪, আপ ৩১৯১১, আপ ৩১৯১৩
৩) শিয়ালদহ-শান্তিপুর-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৫১২, ডাউন ৩১৫১৬, ডাউন ৩১৫১৮, আপ ৩১৫১১, আপ ৩১৫১৫, আপ ৩১৫১৭)
৪) শিয়ালদহ-রানাঘাট-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৬১২, ডাউন ৩১৬১৪, ডাউন ৩১৬১৬, আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, আপ ৩১৬১৭)
৫) রানাঘাট-নৈহাটি-রানাঘাট লোকাল (আপ ৩১৭১১, ডাউন ৩১৭১২)
৬) শিয়ালদহ-কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল (ডাউন ৩১৩১৪, ডাউন ৩১৩১৬, আপ ৩১৩১১
৭) নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল (আপ ৩১১৯১)
৮) শিয়ালদহ-নৈহাটি লোকাল (ডাউন ৩১৪১৮)
যাত্রাপথ কমানো হবে যেসব ট্রেনের
• শনিবার ৩১৩৪১ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে থেমে যাবে নৈহাটিতে। রবিবার ৩১৩১২ কল্যাণী সীমান্ত লোকাল ওই স্টেশনের পরিবর্তে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।
• রবিবারের ৩১৩১৫ কল্যাণী সীমান্ত লোকাল যাবে নৈহাটি স্টেশন পর্যন্তই। ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের পরিবর্তে ছাড়বে নৈহাটি থেকে।
• রবিবার শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল যাবে নৈহাটি স্টেশন পর্যন্ত। ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল গেদের পরিবর্তে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।
• এছাড়াও রবিবার সকাল ৭টার গেদে লোকাল (৩১৯১৬) ছাড়বে ৭.৪৫ মিনিটে। একটি গেদে-রানাঘাট স্পেশাল ট্রেন ভোর ৬.৩৭ মিনিটে গেদে থেকে ছাড়বে।
রেলের তরফে জানানো হয়েছে, নৈহাটি-রানাঘাটের মধ্যে ১১১টি ইএমইউ লোকাল এবং ২৬টি প্যাসেঞ্জার/এক্সপ্রেস ট্রেনের মধ্যে বাতিল হয়েছে ৪৪টি ইএমইউ লোকাল। নিরাপত্তা এবং ট্রেন যাতায়াত সুগম করতে এই মেরামতি বা রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত জরুরি বলে জানিয়েছে রেল।