কলকাতা টিভি ওয়েব ডেস্ক : রাজ্যের চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই চার কেন্দ্রের ভোট গণনা চলছে। রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গত শনিবার। ইতিমধ্যেই গোসাবায় জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। প্রার্থীরা এগিয়ে যেতেই উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলের কর্মীরা।
অষ্টম রাউন্ডের গণনা শেষে শান্তিপুরে ২৪ হাজার ৩৩০ ভোটে এগিয়ে ব্রজকিশোর গোস্বামী। শুরু থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল। খড়দহে ৩৩ হাজার ২০১ ভোটে এগিয়ে তৃণমূল। প্রত্যাশা মতোই খড়দহে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
গোসাবায় রেকর্ড ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। বাকি তিন কেন্দ্রের তুলনায় দেরিতে শুরু হয়েছে শান্তিপুরের ভোট গণনা। এদিকে গণনায় যত রাউন্ড বেড়েছিল, তত তৃণমূলের ব্যবধান বেড়েছিল। সেই ব্যবধানই পোঁছে গেল লক্ষাধিকে। ১৫ রাউন্ড শেষে ১ লক্ষ ৩১ হাজার ৬০১ ভোটে এগিয়ে দিনহাটার প্রার্থী উদয়ন গুহ।