মুম্বই: এবার কী করবেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)? মহারাষ্ট্র (Maharasthra) জুড়ে এই জল্পনা। তবে কী এখন অস্তিত্বের সংকটে উদ্ধব ঠাকরের শিবসেনা? শিবসেনা (Shiv Sena) নাম ও তীর, ধনুক প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ উদ্ধব ঠাকরে শিবির। ভারতের নির্বাচনের কমিশনের (Election Commission of India) রায়ে শিবসেনা নাম ও তীর ধনুক প্রতীক গিয়েছে একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরের কাছে। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। এমনটাই উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ মহল সূত্রে শনিবার জানা গিয়েছে।
বাবা বালা সাহেব ঠাকরের (Balasaheb Thackeray) প্রতিষ্ঠিত পার্টির নাম ব্যবহার করতে পারবেন না জেনে মুষড়ে পরেছেন উদ্ধব ঠাকরে। এটা জানার পরে একের পর এক তিরে একদা ঘনিষ্ঠ একনাথ শিবিরকে বিঁধেছেন তাঁরা। ওই রায় ‘গণতন্ত্রকে হত্যা করার সামিল’। এবং এটা এক ধরনের ‘চুরি করা’ বলেও মন্তব্য করেছেন তিনি। উদ্ধব ঠাকরে বলেন, একনাথ শিবির শিবসেনা প্রতীক চুরি করে নিয়েছে। আমরা লড়ে যাব। আশা ছাড়ছি না। এই বিষয়ে তিনি তির ছুঁড়েছেন একনাথ শিন্ডের দিকে। এই বিষয়ে আলোচনার জন্য উদ্ধব ঠাকরে মাতশ্রীতে(Matoshree) পার্টি নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন শনিবার। সেখানে পার্টি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পার্টির রণকৌশল ঠিক করা হবে। উদ্ধব শিবিরের জনপ্রতিনিধি ও শীর্ষ নেতাদের ওই বৈঠকে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: Uddhav Thakre: নাম, প্রতীক হাতছাড়া, শনিবার বিকেলেই জরুরি বৈঠকে বসছেন উদ্ধব
গত আট মাস আগে ৪০ জন এমএলএ-কে সঙ্গে নিয়ে একনাথ শিন্ডে বিদ্রোহ করেন। কংগ্রেস, এনসিপির সঙ্গে জোট করে গড়া উদ্ধব ঠাকরে সরকারের রাশ নেয় তাঁরা। পরবর্তীতে আস্থা ভোট হয়। তাতে পরাজিত হলে সরকার গড়েন একনাথ শিন্ডে শিবির। উল্লেখ্য, দেখা গিয়েছে শিন্ডে শিবিরের কাছে ২০১৯ সালে ভোটে জেতা ৭৬ শতাংশ বিধায়কের সমর্থন রয়েছে। বেশি জনপ্রতিনিধি থাকায় প্রতীক ও নাম ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে একনাথ শিন্ডে শিবিরের কাছে।