নয়াদিল্লি: চীন (China) সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও অনিশ্চিত বলে ব্যাখ্যা করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Army chief General Manoj Pande)। কারণ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর চীনের পিপলস লিবারেশন আর্মি (LAC) বিশাল কিছু সেনা প্রত্যাহার করেনি। তাছাড়াও ওই দুর্গম এলাকায় রাস্তাঘাট তৈরি সহ সেনা সুবিধার বহু নির্মাণকাজেও খামতি নেই চীনা বাহিনীর।
শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পূর্ব লাদাখ (Ladakh) অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি এখন ঠিক থাকলেও কতদিন তা স্থিতিশীল থাকবে সেটা অনিশ্চিত। সেনাপ্রধান আরও বলেন, ৭টি গন্ডগোলের এলাকার মধ্যে ৫টির সমাধান করা গিয়েছে। আরও ২টি এখনও অমীমাংসিত রয়েছে।
আরও পড়ুন: Collegium: সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে কলেজিয়াম পদ্ধতিই সঠিক, অভিমত ইউইউ ললিতের
পাণ্ডে বলেন, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকস্তরে দুদেশের কথাবার্তা চলছে। এইসব আলোচনার মধ্য দিয়েই আমরা সাতটি বিতর্কিত এলাকার ৫টি ক্ষেত্রে মীমাংসায় এসেছি। বাকিগুলি নিয়েও আলোচনা চলছে বলে এক আলোচনাসভায় বলেন সেনাপ্রধান। গত অক্টোবরেই ভারত-চীনের মধ্যে ২৫-তম একটি বৈঠক হয়েছে। কোর কমান্ডার স্তরের একটি বৈঠকেরও আয়োজনের চেষ্টা চলছে।
পিএলএ-র সর্বমোট সেনা সংখ্যায় তেমন কোনও পরিবর্তন ঘটেনি বলে জানিয়ে তিনি বলেন, ওদের কয়েকটি ব্রিগেড যারা প্রশিক্ষণের জন্য এসেছিল, শীতের মরশুম নামতেই তাদের কিছু ফিরে যাচ্ছে। কিন্তু, বিশাল কোনও সেনা প্রত্যাহার করা হয়নি, বলেন পাণ্ডে। এদিকে, ভারতও ওই এলাকায় উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে। চওড়া সড়ক, হেলিপ্যাড, বিমানঘাঁটি তৈরির কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রকৃত নিয়ন্ত্রণরেখার সমান্তরাল সড়ক জি৬৯৫। এই হাইওয়ে দিয়ে খুব সহজেই সেনা অভিযান ও এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাওয়ার পথ সুগম হয়েছে।