আবাস যোজনায় (Awash Yojana) বাড়ি পাওয়া থেকে বঞ্চনার অভিযোগ দুঃস্থ গ্রামবাসীদের। আভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের (Panchayat) তরফে সদ্য প্রকাশিত আবাস যোজনার তালিকায় নাম নেই অনেক যোগ্য ব্যক্তির। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীদের একাংশ। আবাস যোজনার তালিকা সংশোধন করে অভাবী ও দরিদ্রদের জন্য বাড়ি বরাদ্দ করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
দাবি পূরণ না হলে আগামী দিনে ভোট বয়কটের (Election Boycott) ডাক দেওয়া হয়েছে গ্রামবাসীদের তরফে। পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙ্ঘা গ্রাম পঞ্চায়েতের আওতাভুক্ত শ্যামপুর গ্রামের ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। হাজারের বেশি ভোটার পুরুলিয়ার এই শ্যামপুর গ্রামে। বেশিরভাগ মানুষ চাষী এবং দিন আনা দিন খাওয়া পরিবারের। অনেকেই আবার গোরু-মোষের দুধ বিক্রি করে সংসার চালান।
এদের মধ্যে বেশিরভাগ পরিবারের বাড়ির অবস্থা একেবারেই বেহাল। করোর মাটির বাড়ির উপর টালির ছাউনি দেওয়া, আবার অনেকের বাড়ির মাথায় রয়েছে প্লাস্টিকের আচ্ছাদন। গ্রামবাসীদের (Villagers) মধ্যে কয়েকজনের বাড়ির অবস্থা ভগ্নপ্রায়। দীর্ঘদিন ধরেই আবাস যোজনার বাড়ির জন্য বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন তারা। অথচ গ্রামবাসীদের অভিযোগ, সদ্য যে আবাস যোজনার বাড়ির তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে যোগ্য ব্যক্তিদের নাম নেই ওই তালিকায়।
উপরন্তু যাদের বাড়ির অবস্থা ভাল আবাস যোজনার তালিকায় তাদেরই নাম রয়েছে। তাই সম্প্রতি ওই তালিকা (List) প্রকাশ হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে পুরুলিয়া ২ নম্বর ব্লক, মহকুমা শাসকের (Sub-Divisional Office) অফিস সহ বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়ে আবাস যোজনার তালিকা সংশোধন করে যোগ্য ব্যক্তিদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।
দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে (Movement)নামার এবং প্রয়োজনে ভোট বয়কটের ডাক দিয়েছেন শ্যামপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া সদর-এর মহকুমা শাসক বিমলেন্দু দাস।