Thursday, August 14, 2025
HomeখেলাVirat Kohli: মেলবোর্নে পুরস্কার নিতে উঠে আবেগে বাকরুদ্ধ ম্যাচের সেরা কিং কোহলি

Virat Kohli: মেলবোর্নে পুরস্কার নিতে উঠে আবেগে বাকরুদ্ধ ম্যাচের সেরা কিং কোহলি

Follow Us :

অবিশ্বাস্য ইনিংস। ভারতের রুদ্ধশ্বাস জয়। তবে তার চেয়ে বড়ো কথা হল ম্যাচটা ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan)। আর সেই ম্যাচের জয়ের অন্যতম নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। আধুনিক ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু ইদানিং রান করলেও তিনি চাপে ছিলেন। প্রত্যাশার চাপ। ব্যাট থামছিল, চলছিল, কিন্তু বিরাকে সেই কিলিং মুডে পাওয়া যাচ্ছিল না। তবে মেলবোর্নে টি২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain) যে ইনিংসটি খেললেন, বলা চলে হারের কিনারা থেকে যেভাবে ভারতকে জেতালেন, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসের (History of Indian Cricket) পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানকে হারানোর পর ম্যাচের সেরার পুরস্কার নিতে উঠে বাকরুদ্ধ বিরাট। মেলবোর্নের (Melbourne) গোটা স্টেডিয়াম তখন গমগম করছে। অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপ হচ্ছে, নাকি ভারতে, তা বোঝা মুশকিল। রোমাঞ্চকর ইনিংস খেলার পর বিরাট তখন যেন একটা ঘোরের মধ্যে। স্বাভাবিক হতে কিছুটা সময় নিলেন। কণ্ঠে আবেগ স্পষ্ট।

পাকিস্তানের বিরুদ্ধে যে ইনিংসটা তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে, তিনি নিজেও অবাক।  ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট বললেন, “রোমাঞ্চকর পরিবেশ। সত্যি বলতে, ব্যাখ্যা করার মতো আমার কাছে কোনও ভাষা নেই। আমি নিজেও জানি না, কিভাবে হল এটা। হার্দিক আমাকে বারবার বলে যাচ্ছিল, বিশ্বাসটা রাখো, আমরা শেষ পর্যন্ত টিকে থাকব। আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম একেবারে। শাহিন তখন প্যাভিলিয়ন এন্ড থেকে বল করছিল সম্ভবত। আমি হার্দিককে গিয়ে বললাম, ওকে দেখে নিতে হবে আমাদের। সমীকরণটা একদম সোজা ছিল। নওয়াজের একটা ওভার বাকি ছিল, তাই আমি যদি হরিসকে কাবু করে ফেলতে পারি, তাহলে ওরা ভয় পেয়ে যাবে। ৬ বলে ১৬ রান দরকার ছিল। আমার কাছে সত্যি শব্দ নেই ব্যাখ্যা করার মতো (রউফের বলে ২টি ছয় মারা প্রসঙ্গে)। আমি শুধু বলটা দেখলাম আর নিজেকে বললাম, দাঁড়িয়ে থাকতে হবে। লং-অনের উপর দিয়ে শটটা অপ্রত্যাশিত ছিল, বলট ব্যাক-অফ-আ-লেংথ স্লোয়ার বল ছিল। আর ওই ফাইন লেগের শটটা, আমি শুধু ব্যাটটা চালিয়ে দিয়েছিলাম। আজ পর্যন্ত আমি বলতাম, মোহালির ইনিংসটা আমার সেরা টি২০ ইনিংস। ওখানে ৫২ বলে ৮২ ছিল আর আজ ৫৩ বলে ৮২। দু’টোই আমার কাছে সেরা। গত কয়েক মাসে আমি যখন হোঁচট খাচ্ছিলাম, আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। অনেক ধন্যবাদ।”

আরও পড়ুন: Ind vs Pak: বিরাটের অবিশ্বাস্য ইনিংস, রুদ্ধশ্বাস ম্যাচে মেলবোর্নে রূপকথার জয় ভারতের 

আইসিসি (ICC) পরিচালিত টুর্নামেন্টে পাকিস্তানকে হারানোর ব্যাপারটাই আলাদা। বিরাট যে স্টাইলে ম্যাচ জিতিয়েছেন তাতে উচ্ছ্বসিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের বক্তব্য, “বলার জন্য কোনও ভাষা নেই আমার কাছে। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম শেষ পর্যন্ত ম্যাচের মধ্যে থাকতে হবে। আমরা এটা নিয়ে বারবার কথা বলেও যাচ্ছিলাম। পরিস্থিতি যাইহোক না কেন, তোমাকে বিশ্বাস রাখতে হবে যে ম্যাচটা বের করে আনতেই হবে। আর ওই পার্টনারশিপটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আমাদের জন্য। বিরাটকে হ্যাটস অফ। এটা শুধু ওর খেলা অন্যতম ইনিংস নয়, এটা ভারতের জন্য খেলা ওর বেস্ট ইনিংস।” 

টানটান উত্তেজনায় ভরে ওঠা ম্যাচে ভারতের কাছে হারের পর পাক অধিনায়ক বাবর আজম বিরাট আর হার্দিক পান্ডিয়ার পার্টনারশিপটাকে তুলে ধরলেন ম্যাচের মোড় ঘুরে যাওয়ার জন্য। “হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আমরা বোলিংয়ে ভালোই করেছি। তারপর সব ক্রেডিটটা হার্দিক পান্ডিয়া আর বিরাট কোহলিকে দিতে হবে। ওরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ভালোভাবেই ম্যাচটা শেষ করেছে।” 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Uttar Pradesh | হিন্দু-ইসলাম নিয়ে ইউপি বিধানসভায় এই বিধায়কের ভাষণে তুলকালাম কাণ্ড, দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | কন্যাশ্রী দিবসে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Mamata Banerjee | আজ 'ফ্রিডম অ্যাট মিডনাইট' পালন মুখ্যমন্ত্রীর, বাংলার মানুষের জন্য কী বার্তা মমতার?
00:00
Video thumbnail
Kolkata TV | কলকাতা টিভি এবার OTT এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও
00:17
Video thumbnail
Padatik Express | রানিনগর স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চলছে মেরামতের কাজ
02:47
Video thumbnail
Gaza | ত্রাণের অভাব, গাজাজুড়ে অনাহার, বাড়ছে মৃ/ত্যুমিছিল
08:20
Video thumbnail
Arjun Singh | BJP | পুলিশ পে/টা/নোর নেপথ্যে BJP নেতা অর্জুন সিং?
04:46:01
Video thumbnail
(CJI) BR Gavai | পথকুকুরদের নিয়ে নির্দেশ খতিয়ে দেখব' জানিয়ে দিল প্রধান বিচারপতি
04:27:07
Video thumbnail
Anurag Thakur | ডায়মন্ড হারবারে ৪ বছরে ১৫% ভোটার বৃদ্ধি, মমতা-অভিষেককে কড়া নিশানা অনুরাগ ঠাকুরের
04:28:41
Video thumbnail
Election Commission | Manoj Pant | বিগ ব্রেকিং, কমিশনের তলবে দিল্লি গেলেন মুখ্যসচিব
04:36:31