ওয়েব ডেস্ক: আগামী ১৬ অগাস্ট শনিবার জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ১৮৮১ সালের এনআই অ্যাক্ট মেনে বৃহস্পতিবার এই ছুটির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (Nabanna)। ছুটির এই খবর নিঃসন্দেহে স্বস্তির স্কুল-কলেজের পড়ুয়া থেকে সরকারি চাকুরীজীবীদের কাছে।
সূত্রের খবর, ২০২৪ সালের ২২ শে নভেম্বর রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল ১৫ অগাস্ট জন্মাষ্টমী উদযাপন করা হবে। যা ঘিরে সরকারি দফতরের কর্মীদের মনে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে তথ্য বিবেচনা করে আজ বৃহস্পতিবার আগামী ১৬ অগাস্ট ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।
আরও পড়ুন: পথচারীর থাপ্পরে প্রাণ হারালেন ভ্যানচালক! চাঞ্চল্য হাওড়ায়
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অধীনস্থ স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, রাজ্য সরকারের অধীনস্থ কর্পোরেশন বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজ্য সরকারের পূর্বের ঘোষণায় সরকারি দফতরের কর্মীদের মনে অসন্তোষ তৈরি হয়েছিল। কারণ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। এদিন জাতীয় ছুটি। তাই একদিনেই দুটো দিনের ছুটি পেলে একদিনের ছুটি বাদ পড়ে যেত। তবে আজকের এই ঘোষণায় স্বস্তি ফিরবে। কারণ শুক্র, শনি ও রবি পরপর তিনদিনের লম্বা ছুটি যোগ হল তালিকায়।
দেখুন অন্য খবর