কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ১০ এবং ১১ এপ্রিল দিল্লির (Delhi) যন্তর মন্তরে অবস্থানে বসছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে, হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে করে শনিবার বিকালেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) দিল্লিতে (Delhi) তাঁদের সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছেও মঞ্চ তাদের দাবি সনদ পেশ করবে বলে জানিয়েছে।
জানা গিয়েছে, এদিন হাওড়া স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য তথা সরকারি কর্মচারীদের ১০০ জনের একটি দল দিল্লির উদ্দেশে রওনা দেয়। এই দলের নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা বিশ্বজিৎ মিত্র। তাঁদের দাবি, ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধরনায় বসেছি। রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি, তিন দফা দাবির সমর্থনে। সরকার সেই দাবিগুলিতে কর্ণপাত করেনি। তাই আমরা দিল্লিতে ধরনায় বসে প্রতিবাদ করব। জানা গিয়েছে, প্রায় ৬০০ জন বিভিন্ন ট্রেনে দিল্লি যাবেন এবং ডিএ-র দাবিতে ধরনা মঞ্চে যোগ দেবেন।
আরও পড়ুন: Kiren Rijiju | জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর গাড়িতে ট্রাকের ধাক্কা
উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি আইনি লড়াইও চলছে। গত বছর মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘভাতা দিতে হবে সরকারি কর্মীদের। যদিও এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের একবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। পরে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী ১১ এপ্রিল ডিএ মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। সংগ্রামী যৌথ মঞ্চ ৪৪ দিন ধরে অনশন অবস্থান চালানোর পর অনেকে অসুস্থ হওয়ায় তা কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে। কিন্তু মঞ্চের অবস্থান আন্দোলন চলছে।