কলকাতা: রাজ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ্য বেড়ে চলেছে, এর জন্য কোভিড পরিস্থিতিকে বড় কারণ হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল। আইনজীবী (Justice) সায়ন বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এদিন সেই মামালার রায় শুনিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদলত ওই মামলার শুনানিতে রাজ্যের স্কুল দফতর কমিশনারকে (Commissioner of State School Department) পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের কপি হাইকোর্টের ওয়বসাইটেও আপলোড করা হয়েছে।
ওই জনস্বার্থ মামলায় (Public Interest litigation) আইনজীবী সায়নের দাবি, কোভিডের সময় রাজ্যের স্কুলগুলির শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তাঁর আরও দাবি, এ বছরর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে ফিরিয়ে আনতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।
শুনানিতে ডিভিশন বেঞ্চ সায়নকে বলেন, তাঁর পরামর্শ স্কুল দফতরের কমিশনারকে জানাতে। এও বলেন যে, স্কুল দফতর কমিশনার রাজ্যের সমস্ত জেলার স্কুলগুলিতে কোভিডের আগের এবং পরের ছাত্রছাত্রীর সংখ্যার তথ্য সংগ্রহ করবেন। এ ছাড়াও স্কুলগুলিতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ, পানীয় জলের ব্যবস্থা, মিড-ডে মিলের ব্যবস্থা রয়েছে কি না তা-ও খতিয়ে দেখতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: Purulia | পানীয় জলের দাবিতে অবরোধ রাস্তা, ব্যাহত যান চলাচল
সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থায় স্কুলছুটদের তালিকা বা স্কুল ড্রপআউটদের হার নিয়ে একটি সমীক্ষায় প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে, প্রাথমিক স্তরে নথিভুক্ত ছাত্রদের ২২ শতাংশ স্কুল ছেড়ে দিয়েছে। উচ্চ প্রাথমিক শ্রেণি অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, এবং মাধ্যমিক স্তর ৯-১০ শ্রেণি পর্যন্ত স্কুল ছুটের হার উল্লেখযোগ্য ভাবে বেশি।