Tuesday, October 7, 2025
spot_img
Homeভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

ভোটে জিততে প্রথম প্রায়োরিটি কী? জানিয়ে দিলেন আলিফা

ওয়েবডেস্ক- আগামী ১৯ জুন উপ নির্বাচন (By Election)। কালীগঞ্জ (Kaligunge) উপ নির্বাচনে (By Election) তৃণমূলের প্রার্থী (TMC Candidate) আলিফা আহমেদ (Alifa Ahmed) । আলিফার নামে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) , ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । নাম ঘোষণার পরেই আলিফা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।

সেইসঙ্গে আলিফা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাঁর নিঃশ্বাসে, তিনি তাঁকে ছাড়া কিছু ভাবতে পারেন না। সেইসঙ্গে আলিফার বক্তব্য, তৃণমূল শুধু একটা দল নয়, পরিবার। বাবাও সেইভাবে একজন সৈনিক হয়ে কাজ করে গেছেন, তাঁর সেই অপূর্ণ কাজ পূরণ করাই তার এখন প্রথম প্রায়োরিটি। বাবার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে আলিফা জানান, আমাদের একটি সুসংগঠিত সংগঠন। তাই নির্বাচনী প্রক্রিয়া, কিভাবে পরিচালিত হবে সেই একটি আলোচনা মধ্য দিয়ে সমস্তটাই ঠিক করা হবে।

আরও পড়ুন- তৃণমূলের ডেডলাইন, কমল নিরাপত্তা ক্ষমাপ্রার্থী অনুব্রত

আলিফা জানান, জয়ের ব্যাপারে তিনি ভীষণভাবে আশাবাদি। কারণ এখানে  শুধু ‘সংখ্যালঘু’ নয়, সকল ধর্মের মানুষের আশীর্বাদ পাবেন তিনি সেটাই তার আশা। তৃণমূল কংগ্রেস সকল ধর্মের মানুষকে নিয়েই চলে, আর তাঁর বাবাও কালীগঞ্জে ধর্ম, জাত পাত দেখে কাজ করেননি। আর সেই কারণেই তার বাবা কালীগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিধানসভা ভোটের চেয়ে উপ নির্বাচনে আরও ভালো ফল হবে আশাবাদী বলে জানিয়েছেন আলিফা।

উল্লেখ্য, আলিফা প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা। বাবার প্রয়াণের পরেই শূন্য হয়ে পড়ে কালীগঞ্জ বিধানসভার আসনটি। বাবার আসনে আলিফাকে প্রার্থী করেছে তৃণমূল। দীর্ঘদিন বাবার রাজনৈতিক জীবনের কাজ তাঁর চোখের সামনে থেকে দেখা। নিজেও রাজনৈতিকভাবে অভিজ্ঞ। কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য ছিলেন আলিফা। এবার দলীয় প্রতীকে উপ নিবার্চনে লড়াই করবেন তিনি।

ইতিমধ্যেই আলিফা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন।

আলিফা জানিয়েছেন, রাজনৈতিক জীবনে তাঁর অভিজ্ঞতা শৈশব থেকেই। ছোট থেকে এই ভাবে বড় হয়ে ওঠা। তাই অভিজ্ঞতা থাকলে আগামীদিনের কাজ আরও সহজ হবে।

দেখুন ভিডিও-

Read More

Latest News