ওয়েব ডেস্ক: কিশোর কুমারের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে জল্পনা তুঙ্গে। কখনও সিনেমার কাস্টিংয়ের জন্য চর্চার শিরোনামে ঠাঁই মিলেছে, আবার কখনও কিংবদন্তি গায়কের পারিবারিক বিষয় উঠে এসেছে। সবুজ সংকেত মেলার পরও কেন স্বপ্নের প্রজেক্টে হাত দেওয়া হল না অনুরাগ বসুর? সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক।
২০১৭ সালে ‘জগ্গা জাসুস’ ছবিতে শেষবার রণবীর কাপুরের সঙ্গে কাজ করেন অনুরাগ বসু। তার আগে অবশ্য ‘বরফি’ উপহার দিয়ে দর্শকদের মন কেড়েছিলেন। তবেকী কারণে অনুরাগ বসুর ফ্রেমে রণবীর কাপুরের কিশোর হয়ে ওঠা হয়নি তা স্পষ্ট জানিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: প্রথম দিনই বক্স অফিস কাঁপালেন বিজয় দেবেরাকোন্ডা
পরিচালকের মন্তব্য, “রণবীরের কাছে তখন দুটো অপশন। আর সেই দুটোর মধ্যে কোনও একটা বেছে নেওয়া ওঁর পক্ষে মারাত্মক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হয় কিশোর কুমারের বায়োপিক, নয়তো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। কোনটার কাজ শুরু করবে, সেটা ভাবতে গিয়ে বেগ পেতে হয় ওঁকে। তবে এই দুটোর মধ্যে রণবীর রামায়ণকেই বেছে নেয়। আমার মনে হয়, ও সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেদিন।”
দেখুন খবর: