অমৃতসর: অমৃতসরের স্বর্ণমন্দিরে ঢুকতে দেওয়া হল না এক মহিলাকে। অভিযোগ, তাঁর গালে আঁকা ছিল জাতীয় পতাকার তেরঙা, সে কারণেই ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনার একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন।
যে ভিডিয়ো ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে, এক মহিলা ও এক ব্যক্তি মন্দিরে ঢোকার মুখে এক ব্যক্তি তাঁদের আটকাচ্ছেন। শিখদের পবিত্র স্থানে কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না একথা জিজ্ঞেস করলে ওই ব্যক্তি বলেন, মহিলার মুখে পতাকা আঁকা। তাতে মহিলাটি জানান, এটা তো ভারতের জাতীয় পতাকা। তাতে জবাব আসে, এটা পঞ্জাব, ভারত নয়।
Woman denied entry to Golden Temple because she had a India ?? flag painted on her face!
The man who denied her entry into Golden Temple said this is Punjab, not India@AmitShah @PMOIndia @narendramodi @GoldenTempleInd @ArvindKejriwal
Is bande ko Pakistan ke Punjab bhejo pic.twitter.com/nSgbOxVkoN
— HARSH KESHRI (@HarshKeshri2209) April 17, 2023
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া এসেছে। এদিকে তড়িঘড়ি সাফাই দিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক গুরুচরণ সিং গ্রেওয়াল। তিনি নোটিস দিয়ে বলেন, এটি শিখদের মন্দির। প্রত্যেক ধর্মস্থানের নিজস্ব নিয়মনীতি থাকে। আমরা সবাইকে স্বাগত জানাই। যদি কোনও আধিকারিক দুর্ব্যবহার করে থাকেন তবে আমরা ক্ষমাপ্রার্থী। ওই মহিলার গালে আঁকা ফ্ল্যাগ জাতীয় পতাকার নয়, কারণ ওতে অশোক চক্র ছিল না। ওটা কোনও রাজনৈতিক দলের হতে পারে।