আমাদের মধ্যে অনেকেরই মনে কোনও না কোনও সময় একটা প্রশ্ন জাগে, যে কোন দেবতার পুজো করলে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি মিলবে। এই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে অনেকের মনে। কিন্তু আপনি কি জানেন, জন্মমাস বলে দেবে কোন দেবতার পুজো করলে মিলবে সঠিক ফল। কেটে যাবে সমস্ত বাধা বিপত্তি।
- জন্মমাস জানুয়ারি হলে মা কালীর আরাধনা করুন। জানুয়ারি মাসের জাতকরা কালী পুজো করলে বিশেষ উপকার পাবেন ।
- যদি আপনি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনার আরাধ্য হলেন দেবাদিদেব। এই মাসে জন্মগ্রহনকারী ব্যক্তিরা নিষ্ঠা ভরে ভোলানাথকে পুজো করুন
- মার্চ মাসে যাদের জন্ম হয়েছে তাদের নরসিংহ অবতারের পুজো করা উচিত। এই মাসে ভগবান বিষ্ণুর এই অবতারকে ভালো ভাবে পুজ করতে হবে।
- আপনি যদি এপ্রিল মাসের জন্ম নিয়ে থাকেন, তাহলে পুজো করুন হনুমানজির। আপনার সব সঙ্কটমোচন হবে।
- মে মাসে জন্ম হলে আপনার আরাধ্য দেবতা হবেন ব্রহ্মা। কিন্তু আপনি যদি ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলেও আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হবে।
- জুন মাসের জাতকদের শিবপুত্র কার্তিকের পুজো করা উচিত। কার্তিক হলে মহাদেবও মাতা পার্বতীর পুত্র।
- আপনি যদি জুলাই তে জন্মগ্রহণ করেন তবে আপনার পূজা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের ।
- অগস্ট যদি আপনার জন্ম মাস হয় তবে, তাহলে আপনি গণেশের পুজো করুন সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে জ্ঞান আপনার ও বুদ্ধি প্রখর হবে।
- সেপ্টেম্বরে যদি আপনার জন্ম হয় তবে শ্রী হরির পুজো করলে ভালো ফল মিলবে।
- জন্মমাস অক্টোবরে হলে মা দুর্গার পুজো করা দরকার।
- যদি নভেম্বর মাসের মাসের জাতকরা, তবে দেবী লক্ষ্মীর মাতা লক্ষ্মীর আরাধনা করুন। মা লক্ষ্মীর কৃপায় অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে।
- যদি আপনি ডিসেম্বরে জন্মান তবে আপনার আরাধ্য ভগবান শ্রী রাম। পুরুষউত্তম শ্রী রামের পুজো করলে সব বিপদ দূরে সরে যাবে