Friday, August 8, 2025
Homeলাইফস্টাইলজানেন কি ত্বকের বয়স বাড়তে দেয় না জবা ফুল?

জানেন কি ত্বকের বয়স বাড়তে দেয় না জবা ফুল?

Follow Us :

বাঙালির কাছে জবা ফুল আর পাঁচটা ফুলের থেকে অন্যরকম। সেই কবেই পান্নালাল ভট্টাচার্যের গলায় “মায়ের পা জবা হয়ে ওঠ না ফুটে মনে” অভ্যস্ত কান, জানে জবা ফুলের গুরুত্ব কত খানি। তার পরে ক্রমে জানা গেল হিবিসকাস টি বা হিবিসকাস ড্রিঙ্কের ব্যাপারই আলাদা। এক চুমুকেই একেবারে শরীর মন চাঙ্গা করে দিতে পারে।  কিন্তু এই ফুলের কারণে বোটক্স প্লান্ট হিসেবে জবা গাছের জগত জোড়া খ্যাতির কথা কি আপনার জানা আছে? ত্বকের তারুণ্য ধরে রাখতে বোটক্সের গুরুত্ব আমারা প্রত্যেকেই জানি। কিন্তু কেমিক্যালের বদলে যদি প্রাকৃতিক উপায়ে ত্বকের বয়স ধরে রাখা যায় ! অ্য়ান্টি এজিং দুটি   প্রাকৃতিক পদার্থ আলফা হাইড্রোঅক্সি অ্যাসিড ও বেটা হাইড্রোক্সি অ্যাসিড রয়েছে জবা ফুল। এই দুটি উপাদান ত্বকের জন্য ভীষণ উপকারী। এগুলি ব্রণর সমস্যা, রোদে পোড়া ত্বক সারিয়ে তোলা, ময়শ্চারাইজ করা এবং এক্সফোলিয়েটের কাজ করে এবং ত্বক টানটান রাখে। এক কথায় ত্বকের তারুণ্য ধরে রাখতে যা প্রয়োজনীয় সেই সব কাজই করে। তা আপনি বাদ যাবেন কেন এ রকম একট ফুল হাতের কাছে পেয়ে কেও হেলায় হারায়? বরং জবা ফুল দিয়ে কীভাবে নিত্যদিনের রূপচর্চা করবেন দেখ নিন-

জবা ফুলের তৈরি ক্লেনজিং প্যাক  

উপকরণ

জবা ফুল (পিষে নেওয়া)-১টি

অ্যালোভেরা জেল- ১ টেবিল চামচ

গোলাপ জল- কয়েক ফোটা

কীভাবে বানাবেন প্যাক

জবা ফুল ভাল করে ধুয়ে মিহি করে পিষে নিন।

এবার এতে অ্যালোভেরা জেল ও গোলাপজল ভাল করে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে নিন।

এবং ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

জবা ফুলের তৈরি টোনার

জবা ফুল (পিষে নিন)-২

জল- ১/২ কাপ

ভিটামিন সি পাউডার – ১/২ টেবিল চামচ

কীভাবে বানাবেন

জবা ফুল ভাল করে ধুয়ে পিষ নিয়ে ফুটন্ত জলে দিয়ে দিন।

দশ মিনিট পর্যন্ত জল ফুটিয়ে এবার ঠান্ডা হতে দিন।

এই জল ঠান্ডা হয়ে গেলে এতে ভিটামিন সি-র পাউডার মিশিয়ে দিন।

মিশ্রণ ভাল করে ঝাঁকিয়ে নিয়ে ফ্রিজে ঠান্ডা করতে দিন।

এবার যখন যেমন প্রয়োজন মুখে লাগিয়ে নিন।

জবা ফুল দিয় ফেস মাস্ক বানিয়ে ফেলুন

উপকরণ

জবা ফুল, শুকিয়ে গুঁড়ো করা- ১ টেবিল চামচ

চন্দন গুঁড়ো- ১/২ টেবিল চামচ

গোলাপ জল- কয়েক ফোটা

কীভাবে বানাবেন ফেস মাস্ক

তিনটে উপকরণ মিশিয়ে ভাল করে একট পেস্ট বানিয়ে নিন।

এবার এটা মুখে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

মুখ ভাল করে পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

ছবি সৌজন্য: Pixabay

 

 

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular