skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeলাইফস্টাইলকরোনার চিকিৎসায় স্বাস্থ্য সাথী

করোনার চিকিৎসায় স্বাস্থ্য সাথী

Follow Us :

করোনার চিকিৎসায় মাঝারি ও ছোট মাপের কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দিচ্ছে না। সমস্ত হাসপাতালকে করোনার চিকিৎসা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে করতে হবে বলে দাবি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখার।  রাজ্য শাখার সম্পাদক ড. শান্তনু সেন এই দাবি করেছেন।

বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করোনার চিকিৎসা করতে গিয়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন। বড় অঙ্কের বিল মেটাতে রীতিমতো নাভিশ্বাস উঠছে রোগীর পরিজনদের। আর সেখানেই অভিযোগ বেশকিছু নার্সিংহোম বা বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা নেই বলে জানিয়ে দিচ্ছে। ফলে  স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও পকেট থেকে টাকা গুনতে হচ্ছে ভুক্তভোগীদের। স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে করোনা সহ অন্যান্য রোগের চিকিৎসায় যাতে মানুষ পেতে পারেন, তার দাবিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা ইতোমধ্যেই রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেছে। তাঁদের দাবি সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দিতে হবে।

Read moreস্বাস্থ্যকেন্দ্রে অমিল চিকিৎসক, খালি হাতে ফিরছে রোগীরা

পাশাপাশি করোনাকালে দেশজুড়ে একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে। শুধুমাত্র দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩৫ জন চিকিৎসকের। জীবনের বাজি রেখে রোগীদের সুস্থ করতে লড়ছেন চিকিৎসকেরা। অথচ তাঁরাই নিগ্রহের শিকার হচ্ছেন। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে আন্দোলনে নামছে আইএমএ। তবে কোনো কর্মবিরতি তাঁরা করবেন না। চিকিৎসক নিগ্রহ রুখতে কেন্দ্রীয় আইনের দাবিতে এই আন্দোলন বলে জানিয়েছেন ডক্টর শান্তনু সেন।

Read more – জুলাইয়ে শিশুদের জন্য শক্তিশালী ভ্যাকসিন

এরাজ্যে বৃহস্পতিবার চিকিৎসকদের জন্য আইএমএ চালু করল ২৪ ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন। রাজ্যের যেকোনও প্রান্তে যদি কোনও চিকিৎসক নিগ্রহের শিকার হন তাহলে ফোন করতে পারেন এই নন্বরে, ১৮০৮৩৩৩২২১। আই এম এ’র পক্ষ থেকে ওই চিকিৎসকের পাশে দাঁড়াতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর শান্তনু সেন।

RELATED ARTICLES

Most Popular