প্রচণ্ডে গরমেও শুষ্ক হয়ে যেতে পারে ত্বক তাই শ্যাম্পুর হেয়ার কন্ডিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভাল ফলে পেতে বাজার থেকে কড়া রাসায়নিকের তৈরি কন্ডিশনারের বদলে বাড়িতেই এই ভাবে হেয়ার কন্ডিশনার তৈরি করে নিতে পারেন। এতে পকেটও পুড়বে না আবার কড়া রাসায়নিকের ব্যবহারে চুলের ক্ষতি হবে না বরং প্রাকৃতিক উপকরণের ব্যবহারে চুল প্রয়োজনীয় পুষ্টি পাবে। দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে তৈরি করবেন হেয়ার কন্ডিশনার-
মধু ও অলিভ অয়েল
চুলে পুষ্টি জোগাতে মধু ও অলিভ অয়েল খুবই উপকারী।
কী ভাবে বানাবেন কন্ডিশনার
একটি কাপের অর্ধেকটাতে মধু নিয়ে নিন এবার এতে ৪ চামচ অলিভ অয়েল মেশান। এই দুটি উপকরণ ভাল করে মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। আধ ঘন্টা মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুলে কেমন হারানো আর্দ্রতা ফিরে আসেবে। চুল নরম ও মসৃণ হবে।
ডিম ও অলিভ অয়েল
ডিমের কুসুম যেমন মাথায় ও চুলে পুষ্টি জোগায় তেমন আর্দতাও বজায় রাখতে সাহায্য করে। ডিমে প্রচুর পরিমানে প্রোটিন থাকে এই প্রোটিন চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। হেয়ার ফোলিকেলকে মজবুত করে এবং চুল পড়া কমিয়ে দেয়।
কী ভাবে বানাবেন কন্ডিশনার
একটি পাত্রে দুটো ডিমের কুসুম নিয়ে নিন। এই পাত্রে এবার ৪ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন। ভাল করে এই মিশ্রণ গুলে নিন যাতে কোনও দলা যেন তৈরি না হয়। এই মিশ্রণ মাথায় ১৫ থকে ২০ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন।
কলা
কলাতে প্রচুর পরিমাণে সিলিকা রয়েছে। এই উপাদান চুল পড়া কম করে। পাশাপাশি চুলের স্বাস্থ্য ভাল করে, চুল নরম করে চুলে বাউন্স আনে ও চুল সিল্কি করে তোলে।
কী ভাবে বানাবেন কন্ডিশনার
একটি পাত্রে একটা পাকা কলা চটকে নিন। এবার এতে ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। অলিভ অয়েলের পর ১ টেবিল চামচ মধু মেশান। ভাল করে মিশ্রণটা ফেটিয়ে নিন যাতে কোথাও কোনও দলা না থাকে। এবার মিশ্রণটি চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। মাথায় ১০ মিনিট রেখে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। এবং শেষে আপনার নিত্য দিনের ব্যবহারের কন্ডিশনার লাগিয়ে নিন।