মেকআপ করা যতটা খাটনির কাজ, মেকআপ তোলা তার থেকে বেশি ঝকমারি কাজ। অধিকাংশ ক্ষেত্রে, দিনের শেষে বাড়ি ফিরে আর মেকআপ তোলার শক্তি বা ইচ্ছে কোনওটাই থাকে না। আবার ত্বকের কথা ভেবে কেউ কেউ সচেতন হলেও কোনও রকমে ওয়েট ওয়াই দিয়েই কাজ সারেন। তবে সত্যি বলতে কী, এক-আধদিন এটা চলতে পারে এটা অভ্যাসে পরিণত হলেও ত্বকের বড় বিপদ। কারণ বাইরের দূষণ, ঘাম, ময়লা জমে ইতিমধ্যেই রোমকূপের মুখ বন্ধ হয়ে ব্যাক্টেরিয়ার দৌরাত্ম্য বেড়ে যায়। ফলে ব্রণ, চুলকানি, ফুসকুড়ি ও ত্বকের অন্যান্য সমস্যা।
তাই ত্বকের সৌন্দর্য্য বজায় রাখতে খুবই প্রয়োজন সামান্য মেকআপও ভাল করে পরিষ্কার করে তারপর ঘুমোতে যাওয়া। তবে ভাল মেকআপ রিমুভার কিনতে গেলে পকেট যে পুড়বে না তার গ্যারান্টি আমরা দিতে পারব না। যেটা দিতে পারব সেটা হল কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই মেকআপ তুলবেন তার উপায়। জেনে নিন-
বেবি শ্যাম্পু দিয়ে তৈরি মেকআপ রিমুভার
উপকরণ:
- নো মোর টিয়ার্স বেবি শ্যাম্পু
- জল
- অলিভ অয়েল
- এবং ছোটো একটি স্প্রে বোতল
এই ভাবে বানিয়ে নিন:
- বোতলে ১/৪ চামচ অলিভ অয়েল, আধ চামচ বেবি শ্যাম্পু ও পাঁচ চামচ জল মিশিয়ে নিন।
- ভাল করে বোতলটা ঝাঁকিয়ে নিন।
- এই মিশ্রণে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন।
- প্রত্যেকবার ব্যবহারের আগে বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিন, এতে ক্লেনজার ভাল কাজ করবে ।
অ্যালোভেরা দিয়ে তৈরি মেকাআপ রিমুভার
উপকরণ
- অ্যালোভেরা জেল
- অলিভ অয়েল
- জল
- পরিষ্কার একটি স্প্রে বোতল
কীভাবে তৈরি করবেন এই অ্যালোভেরা রিমুভার
- স্প্রে বোতলের প্রায় ৩/৪ অংশ জল ও অ্যালোভেরা জেলের সমান পরিমাণ দিয়ে ভরে নিন। এ বার এতে বোতলের লম্বা অনুযায়ী ৩ থেকে ৫ চামচ অলিভ অয়েল মেশান।
- সবকটি উপকরণ মেশানো হয়ে গেলে বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন।
- একবার এই তেল, অ্যালোভেরা জেল ও জল ভালভাবে মিশে গেলে কটন বল দিয়ে ভিজিয়ে নিন এবং মুখ পরিষ্কার করে নিন।
গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন মেকআপ রিমুভার
উপকরণ
- গোলাপ জল
- অলিভ অয়েল
- অ্যালোভেরা জেল
- একটি পরিষ্কার স্প্রে বোতল
কীভাবে বানাবেন রোজওয়াটার রিমুভার
- স্প্রে বোতলের অর্ধেকটি গোলাপ জল দিয়ে ভরে নিন।
- এ বার এতে ৩চামচ অলিভ অয়েল মেশান।
- এ বার এই মিশ্রণে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করে নিন।